For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত নয় বছরে কীভাবে বদলেছে আয়করের নিয়ম, ফিরে দেখা একনজরে

গত নয় বছরে কীভাবে বদলেছে আয়করের নিয়ম, ফিরে দেখা একনজরে

  • |
Google Oneindia Bengali News

যত দিন যাচ্ছে, আর্থিক প্রগতির সঙ্গে সঙ্গে সঙ্গে আয়করের নিয়ম বদলে যাচ্ছে। গত এক দশকে অনেকটাই বদলেছে আয়করের নিয়ম। সেই প্রথা অক্ষুণ্ণ রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবছরও নানা বদল করতে পারেন। আয়করের স্ল্যাব থেকে সারচার্জ, ছাড় কীভাবে গত নয় বছরে আয়করের নিয়মে বদল এসেছে তা দেখে নেওয়া যাক একনজরে।

২০০৯-১০

২০০৯-১০

পুরুষ করদাতাদের ন্যূনতম আয়করের সীমা ছিল ১.৬ লক্ষ টাকা। মহিলাদের ছিল ১.৯ লক্ষ টাকা। বরিষ্ঠ নাগরিকদের ছিল ২.৪ লক্ষ টাকা।

[আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেট ২০১৮-য় জেটলির ফোকাস থাকবে এই বিষয়গুলির উপরে ][আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেট ২০১৮-য় জেটলির ফোকাস থাকবে এই বিষয়গুলির উপরে ]

২০১০-১১

২০১০-১১

বদলে গেল আয়করের স্ল্যাব। ৫ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ, ৮ শতাংশ আয়ে ২০ শতাংশ ও তার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে বলে ঘোষণা হল। ৮০সিসিএফ ধারার অন্তর্গত ইনফ্রা বন্ডে বিনিয়োগে অতিরিক্ত করের কথা ঘোষণা হল।

২০১১-১২

২০১১-১২

পুরুষ করদাতাদের ন্যূনতম আয়করের সীমা বাড়িয়ে ১.৮ লক্ষ টাকা করা হল। মহিলাদের ১.৯ লক্ষ টাকার স্ল্যাব একই থাকল। বরিষ্ঠ নাগরিকদের স্ল্যাব ২.৪ থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হল। সিনিয়র সিটিজেনদের বয়স ৬০ বছর করা হল ও একেবারে বয়স্ক নাগরিকদের জন্য ৮০ বছরের স্ল্যাব করা হল।

২০১২-১৩

২০১২-১৩

পুরুষ-মহিলা নির্বিশেষে আয়করের স্ল্যাব ২ লক্ষ টাকা করে দেওয়া হল। সিনিয়র সিটিজেনদের সীমা বাড়ানো হয়নি। নতুন নিয়মে ৮০টিটিএ-তে ১০ হাজার টাকার নিচে ব্যাঙ্ক সুদে ছাড় দেওয়া হল।

 ২০১৩-১৪

২০১৩-১৪

১ কোটি টাকার বেশি আয়ে ১০ শতাংশ সারচার্জ বসানো হল। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের মানুষদের ২ হাজার টাকা আয়করে ছাড় দেওয়া হল।

২০১৪-১৫

২০১৪-১৫

আয়করের ন্যূনতম সীমা বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হল। সিনিয়র সিটিজেনদের জন্য ৩ লক্ষ টাকা, আরও সিনিয়রদের জন্য (৮০ বছর) ৫ লক্ষ টাকা করা হল। ৮০সি ধারার সীমা বাড়িয়ে ১.৫ লক্ষ টাকা করে দেওয়া হল। গৃহঋণে ছাড়ের পরিমাণ বাড়িয়ে ২ লক্ষ টাকা করে দেওয়া হল।

২০১৫-১৬

২০১৫-১৬

১ কোটি টাকার বেশি আয়ে সারচার্জ বাড়িয়ে ১২ শতাংশ করা হল। এনপিএসে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড় পাওয়া যাবে। মেডিক্যাল বীমার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করে দেওয়া হল।

২০১৬-১৭

২০১৬-১৭

১ কোটি টাকার বেশি আয়ে সারচার্জ বাড়িয়ে ১৫ শতাংশ করা হল। ১০ লক্ষ টাকার বেশি ডিভিডেন্ডে ১০ শতাংশ কর বসানো হল। ৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়করে ৫ হাজার টাকা ছাড় দেওয়া হল।

২০১৭-১৮

২০১৭-১৮

৫০ লক্ষ টাকার বেশি আয়ের মানুষদের ১০ শতাংশ সারচার্জ দিতে হবে বলে ঘোষণা হল। আয়করে ১২ হাজার ৫০০ টাকা ছাড় দেওয়া হল সকলের জন্য। সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড় কমিয়ে ৫ হাজার থেকে ২৫০০ টাকা করা হয়।

English summary
Union Budget 2018 : How income tax bracket changes over the years, see in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X