For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Govt Scheme for Girl: এই প্রকল্পে আপনার কন্যা পেতে পারে এক লক্ষ টাকার বেশি, দ্রুত আবেদন করুন

Govt Scheme for Girl: এই প্রকল্পে আপনার কন্যা পেতে পারে এক লক্ষ টাকার বেশি, দ্রুত আবেদন করুন

  • |
Google Oneindia Bengali News

সমাজে কন্যা তথা মহিলারা নির্যাতনের শিকার হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তবে স্বাধীন ভারতে বিভিন্ন সময়ে সরকার এগিয়ে এসেছে এব্যাপারে। ২০১৪-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে চালু করেন সুকন্যা সমৃদ্ধি প্রকল্প। পরিবারের কন্যা সন্তানদের জন্য সেখানে টাকা জমা রাখা যায়। এই প্রকল্পে সরকার বেশি সুদ দিয়ে থাকে। অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকারেরও বিভিন্ন প্রকল্প রয়েছে কন্যাদের জন্য।

কন্যা সন্তানরা এখন সর্বত্র বিরাজ করছে

কন্যা সন্তানরা এখন সর্বত্র বিরাজ করছে

কন্যা সন্তানরা এখন দেশের সর্বত্র বিরাজ করছে। পুলিশ থেকে সেনাবাহিনী, সর্বত্র কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করছে তারা। তবে কোনও কোনও ক্ষেত্রে বঞ্চনা-অবহেলা থেকেই যায়। তা যাতে না হয়, সেই জন্য সরকারের পরিকল্পনা। যে পরিকল্পনায় সরকারের থেকে একলক্ষ টাকার বেশি সাহায্য পাওয়া যায়।

 কীভাবে সুবিধা

কীভাবে সুবিধা

এই প্রকল্পের অধীনে সরকার কন্যা সন্তানের নামে ৫ বছরের জন্য প্রতি বছরে ৬ হাজার টাকা করে দিয়ে থাকে। এইভাবে ৫ বছরে অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা জমা হয়। কন্যা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা জমা করে সরকার। একইভাবে নবম শ্রেণিতে ভর্তির জন্য ৪ হাজার টাকা, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৬ হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৬ হাজার টাকা দিয়ে থাকে। এরপর কন্যা সন্তানের বয়স ২১ বছর হলে তখন এই টাকা তোলা যায়। বর্তমানে সরকার এই প্রকল্পে সুবিধার পরিমাণ বাড়িয়েছে। তাই সময়ের শেষে অর্থপ্রাপ্তিও বাড়বে।

 কীভাবে আবেদন

কীভাবে আবেদন

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কন্যা সন্তান সংক্রান্ত নথি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা করতে হবে কিংবা সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া পাবলিক সার্ভিস সেন্টার, প্রোজেক্ট অফিস কিংবা কোনও ইন্টারনেট ক্যাফে থেকেও আবেদন করা যাবে। আবেদন করার পরে সেটি প্রকল্প অফিসে যাবে। সেখানে তার যাচাই করা হবে। সেই পর্যায়ে কোনও আবেদনের অনুমোদন করা হতে পারে, আবার তা বাতিলও করা হতে পারে। আবেদন মঞ্জুর হলে মেয়েপ নামে ১ লক্ষ ৪৩ হাজার টাকার সার্টিফিকেট দেবে সরকার। বর্তমানে এই প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে আগে এই প্রকল্পে ১ লক্ষ১৮ হাজার টাকার সুবিধা পাওয়া যেত।

আবেদনের প্রক্রিয়া

আবেদনের প্রক্রিয়া

এই প্রকল্পের সুবিধা সবার জন্য নয়। যাদের বাবা-মা মধ্যপ্রদেশের বাসিন্দা এবং আয়কর দেন না, তাদেরকে এই সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের নাম হল ল্যাডলি লক্ষ্মী যোজনা। যা বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ সরকার পরিচালনা করে থাকে।

Gujarat CM Oath Ceremony: দ্বিতীয়বারের জন্যে নরেন্দ্র-গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র Gujarat CM Oath Ceremony: দ্বিতীয়বারের জন্যে নরেন্দ্র-গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র

English summary
Under Ladli Lakshmi Yohana Scheme daughter can get more than One Lakh in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X