For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী দেশের ব্যাঙ্কে লোন, লন্ডনের আদালতের নির্দেশে বিপাকে অনিল অম্বানি

ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্টের নির্দেশে বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনের অনিল অম্বানি। তাঁকে ১০০ মিলিয়ন ডলার জমা দিতে বলা হয়েছে। চিনের তিনটি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন অনিল।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্টের নির্দেশে বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনের অনিল অম্বানি। তাঁকে ১০০ মিলিয়ন ডলার জমা দিতে বলা হয়েছে। চিনের তিনটি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন অনিল। যার পরিমাণ ৬৮০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। সেই ঋণের একাংশ মিটাতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।

 রেহাই নেই অনিল অম্বানির

রেহাই নেই অনিল অম্বানির

আদালতে বিচারক ডেভিড ওয়াকসম্যান এই ১০০ মিলিয়ন ডলার জমা দিতে ছয় সপ্তাহ সময় দিয়েছেন। অনিল অম্বানির আর্থিক অবস্থা যতই কারাপ হোক না কেন, এর জন্য কোনও রেহাই তিনি পাবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

আবেদন করতে পারে রিলায়েন্স

আবেদন করতে পারে রিলায়েন্স

বিচারক জানিয়েছেন, শুনানিতে অনিল অম্বানির আইনজীবী তাঁকে সন্তুষ্ট করতে পারেননি। রিলায়েন্স গ্রুপ সূত্রে জানা গিয়েছে, তারা এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে পারেন।

৩ ব্যাঙ্কের সঙ্গে চুক্তির খেলাপ

৩ ব্যাঙ্কের সঙ্গে চুক্তির খেলাপ

ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়নার মুম্বই শাখা, চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাঙ্ক অফ চায়না অনিল অম্বানির বিরুদ্ধে আবেদন করেছিল। এই ঋণ নেওয়া হয়েছিল ২০১২ সালে। ঋণ নিতে গিয়ে অনিল অম্বানি চুক্তির খেলাপ করেছেন বলে অভিযোগ।

English summary
UK court orders Anil Ambani to deposit USD 100 million towards three Chinese bank loan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X