For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল! ইলন মাস্ককে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি টুইটারের

সাড়া জাগিয়ে টুইটারের (twitter) সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন বিশ্বের সব থেকে ধনী, টেসলার কার্যনির্বাহী প্রধান ইলন মাস্ক (elon musk) । তবে শুক্রবার তিনি জানিয়ে দেন টুইটার কেনার চুক্তি তিনি বাতিল করছেন। তাঁরঅভ

Google Oneindia Bengali News

সাড়া জাগিয়ে টুইটারের (twitter) সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন বিশ্বের সব থেকে ধনী, টেসলার কার্যনির্বাহী প্রধান ইলন মাস্ক (elon musk) । তবে শুক্রবার তিনি জানিয়ে দেন টুইটার কেনার চুক্তি তিনি বাতিল করছেন। তাঁর অভিযোগ সোশ্যাল মিডিয়া সংস্থাটি চুক্তির একাধিক বিধি ভঙ্গ করেছে। অন্যদিকে টুইটারের তরফে চেয়া়রম্যান ব্রেট টেলর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, টুইটারের বোর্ড চুক্তি কার্যকর করতে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে।

 ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল! ইলন মাস্ককে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি টুইটারের

টুইটারের তরফে চেয়া়রম্যান ব্রেট টেলর জানিয়েছেন, তারা মাস্কের সঙ্গে হওয়া চুক্তির মূল্য ও যেসব শর্তে তা করা হয়েছিল, তা বন্ধ করবেন। অন্যদিকে মাস্কের আইনজীবীরা বলেছেন, একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বেশ কিছু তথ্য জানাতে অস্বীকার করেছে টুইটার। যা তারা একাবারেই মেনে নিতে পারছেন না।
মাস্কের আইনজীবীরা বলছেন যে চুক্তি হয়েছিল, সেখানে একাধিক বিধি লঙ্ঘন করেছে টুইটার। ফলে তারা মনে করছেন টুইটার সেইসব বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তির আশ্রয় নিচ্ছে।

টুইটারের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে মাস্ক বলেছিলেন. তিনি সরে যাচ্ছেন, কেননা টুইটার ইতিমধ্যে সংস্থার পদস্থ আধিকারিক এবং কর্মীদের এক-তৃতীয়াংশকে বরখাস্ত করেছে।

তবে মাস্কের তরফে টুইটারের চুক্তি বাতিলের সিদ্ধান্তের ফলে সানফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানির সঙ্গে দীর্ঘ আইন লড়াই শুরু হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে টুইটারের আশা আদালতে লড়াইয়ের বিষয়টি কয়েক সপ্তাগের মধ্যে শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞ মহল মনে করছে, টুইটার বর্তমান পরিস্থিতিতে আইনগতভাবে ভাল অবস্থানে রয়েছে।
এক্ষেত্রে বলে রাখা ভাল এপ্রিলের শুরুতে ইলন মাস্ক টুইটারে যোগ দেওয়ার কথা ঘোষণার পরে সংস্থার শেয়ারের দাম বৃদ্ধি হয়। তবে ২৫ এপ্রিল টুইটার কেনার ব্যাপারে সম্মত হওয়ার পরে, কিছুদিনের মধ্যে টুইটারের শেয়ারের দাম পড়তে শুরু করে। সেই সময় অনেকে মনে করেছিলেন ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি থেকে সরে যেতে পারেন।

Weather Update: রাজ্যে কবে স্বাভাবিক বৃষ্টি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাসWeather Update: রাজ্যে কবে স্বাভাবিক বৃষ্টি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস

English summary
Twitter thinking legal action against Elon Musk as Tesla's CEO was terminated 44 billion Dollar deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X