For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর মধ্যে সুখবর, একধাক্কায় ৫৭ শতাংশ কমতে চলেছে মোবাইল বিল

ফের কমতে চলেছে মোবাইল চার্জ। ট্রাই ইন্টারকানেক্ট চার্জ প্রায় ৫৭ শতাংশ কমিয়ে দেওয়ায় ফের কমতে চলেছে মোবাইল বিল

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

ফের কমতে চলেছে মোবাইল চার্জ। ট্রাই ইন্টারকানেক্ট চার্জ প্রায় ৫৭ শতাংশ কমিয়ে দেওয়ায় ফের কমতে চলেছে মোবাইল বিল।

গত একবছরে মোবাইল বিলের খরচ কমায় যদি খুশি না হয়ে থাকেন, তবে এবার খুশি হতেই পারেন। এক পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে অপর পরিষেবা প্রদানকারী সংস্থায় ফোন করার ক্ষেত্রে ট্রাই চার্জ কমিয়ে দেওয়ায়, কমতে চলেছে মোবাইল বিল।

পুজোর মধ্যে সুখবর, একধাক্কায় ৫৭ শতাংশ কমতে চলেছে মোবাইল বিল

প্রায় বছর খানেক আগে ইন্টারকানেক্ট চার্জ নিয়ে রিভিউ শুরু করেছিল টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া। এবার এরই ফল স্বরূপ বর্তমান চার্জ প্রতি মিনিটে ১৪ পয়সা থেকে কমে হচ্ছে ৬ পয়সা। পয়লা অক্টোবর থেকে এই চার্জ কার্যকর হবে। পয়লা জানুয়ারি ২০২০ থেকে এই চার্জ একেবারে তুলে দেওয়া হবে।

পুজোর মধ্যে সুখবর, একধাক্কায় ৫৭ শতাংশ কমতে চলেছে মোবাইল বিল

ইন্টারকানেক্ট চার্জ কমিয়ে দেওয়ার ট্রাই-এর সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে ভারতী এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলার। সূত্রের খবর, ট্রাই-এর সিদ্ধান্তের ফলে ক্ষতির সম্মুখীন হবে এই কোম্পানিগুলি। অন্যদিকে, মুকেশ আম্বানির জিও ট্রাই-এর এই সিদ্ধান্তে লাভবান হবে।

ট্রাই-এর সিদ্ধান্তের বিরুদ্ধে পুরনো এয়ারটেল, ভোডাফোনের মতো পুরনো কোম্পানিগুলির আদালতে যাওয়ার সম্ভাবনা থাকলেও, ফের একবার মোবাইল চার্জ কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে জিও।

পুজোর মধ্যে সুখবর, একধাক্কায় ৫৭ শতাংশ কমতে চলেছে মোবাইল বিল

২০১৬-এ জিও আসার পর থেকেই ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়েছে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার মতো সংস্থাগুলি। সূত্রের খবর, ট্রাই-এর নতুন সিদ্ধান্তের জেরে বছরে তিনটি কোম্পানির ক্ষতির পরিমাণ বাড়বে প্রায় ৪ হাজার কোটি টাকার মতো। অন্যদিকে রিলায়েন্স জিও-র ক্ষেত্রে লাভের পরিমাণ বছরে ৫ হাজার কোটি টাকা।

English summary
Trai has cut the inter-connect usage charges to 6 paise per minute from 14 paise. The reduction in the mobile termination charges is likely to yield consumer benefits, Trai said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X