For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-১৮ আর্থিক বছরে ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্য়ে লাভ করেছে মাত্র ২টি, মোট ক্ষতির পরিমাণ জানেন

২০১৭-১৮ অর্থিক বছরে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মোট ক্ষতির পরিমাণ ৮৭,৩৫৭ কোটি টাকারও বেশি।

Google Oneindia Bengali News

২০১৭-১৮ আর্থিক বছরে দেশের পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা পিএসবিগুলির মোট ক্ষতির পরিমাণ ৮৭,৩৫৭ কোটি টাকা! ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কগুলির মধ্যে প্রথমেই আছে দুর্নীতিতে নাম জড়ানো পিএনবি। এই সময়কালে তাদের ক্ষতির পরিমাণ ১২,২৮৩ কোটি টাকা। তারপরেই আছে আইডিবিআই ব্যাঙ্ক।

২০১৭-১৮ আর্থিক বছরে ব্যাপক ক্ষতি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির

দেশের মোট ২১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে ২০১৭-১৮ আর্থিক বছরে মাত্র দুটি ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে। সবার আগে আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। তাদের লাভের পরিমাণ ১২৫৮.৯৯ কোটি টাকা। আর বিজয়া ব্যাঙ্কের লাভ হয়েছে ৭২৭.০২ কোটি টাকার। এদুটি বাদ দিলে সাম্প্রতিক কোয়ার্টারে পেশ করা তথ্য অনুযায়ী বাকি ১৯টি ব্যাঙ্কই ক্ষতির সম্মুখিন হয়েছে। অথচ আগের আর্থিক বছরে অর্থাৎ ২০১৬-১৭'য় ২১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মিলিত লাভের পরিমাণ ছিল ৪৭৩.৭২ কোটি টাকা।

২০১৭-১৮'র ক্ষতিতে সবচেয়ে বেশি অবদান ১৪০০০ কোটি টাকা জালিয়াতির সম্মুখিন হওয়া ব্যাঙ্ক পিএনবি। অথচ গত আর্থিক বছরে কিন্তু ব্যাঙ্কটি ১৩২৪.৮ কোটি টাকার লাভ করেছিল। আইডিবিআই ব্যাঙ্ক অবশ্য ২০১৬-১৭ আর্থিক বছরেও ক্ষতিই দেখেছিল। ওই বছর তাদের ক্ষতির পরিমাণ ছিল ৫১৫৮.১৪ কোটি টাকা। পরের আর্থিক বছরে তা আরও বেড়ে হয়েছে ৮২৩৭.৯৩ টাকা।

পিছিয়ে নেই ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই-ও। ২০১৬-১৭ আর্থিক বছরে যেখানে ১০,৪৮৪.১ কোটি টাকার লাভ করেছিল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি, সেখানে ২০১৭-১৮ আর্থিক বছরে তাদের ক্ষতির পরিমাণ ৬৫৪৭.৪৫ কোটি টাকা!

ব্যাঙ্কিং সেক্টরের এই বিরাট ক্ষতির অন্যতম কারণ বলে হচ্ছে ব্যাঙ্কগুলির হাতে ক্রমবর্ধমান এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটস জমা। এছাড়া সাম্প্রতিক কালে বড় মাপের আর্থিক নয়ছয় ও জালায়াতির মুখেও পড়তে হয়েছে। ২০১৭-র ডিসেম্বর অবধি পাওয়া হিসেব অনুযায়ী ব্য়াঙ্কিং সেক্টরে এনপিএ-র পরিমাণ ছিল ৮.৩১ লক্ষকোটি টাকা। এর সঙ্গে পাহাড় প্রমাণ ঋণ খেলাপের ঘটনা জুড়ে বিপুল ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যাঙ্কগুলি। ২১টি ব্যাঙ্কের মধ্যে ১১টিতেই রিজার্ভব্যাঙ্কের প্রম্ট কারেক্টিভ অ্যাকশন বা পিসিএ জারি করা হয়েছে। এর পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে আরবিআই প্রুডেনশিয়াল নর্মস কঠোর করেছে।

অবস্থা সামাল দিতে দু সপ্তাহের মধ্যেই একটি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানী গঠন করার বিষয়ে পরামর্শ দানের জন্য একটি কমিটি গড়েছেন অস্থায়ী অর্থমন্ত্রী পিযুশ গয়াল। পিএনবির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান সুনীল মেহরার নেতৃত্বে এই কমিটি কাজ করবে। পিয়ুশ গয়াল জানিয়েছেন, ব্যাঙ্ক সেক্টরের জন্য এধরণের কমিটি গঠন করা ঠিক হবে কিনা তা খতিয়ে দেখবে ওই কমিটি। যদি এরকম একটি কোম্পানী স্থাপন উটিত বলে মনে করে কমিটি, তাহলে কোন মোডালিটির ভিত্তিতে তা হবে, সেটাো নির্ধারণের দায়িত্ব কমিটির।

English summary
The cumulative loss of public sector banks crossed a whopping Rs 87,357 crore in the 2017-18 fiscal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X