For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআরডিএ-র প্রস্তাবে আঘাত মালিকদের, আরও দামি হচ্ছে গাড়ির বিমা

আমরা সবাই জানি থার্ড পার্টি ইনসিওরেন্স দুর্ঘটনার ক্ষেত্রে বড় সাহায্য করে থাকে। কিন্তু ২০২০-২১ আর্থিক বর্ষ থেকে সেই থার্ড পার্টি ইনসিওরেন্স আর দামি হয়ে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

আমরা সবাই জানি থার্ড পার্টি ইনসিওরেন্স দুর্ঘটনার ক্ষেত্রে বড় সাহায্য করে থাকে। কিন্তু ২০২০-২১ আর্থিক বর্ষ থেকে সেই থার্ড পার্টি ইনসিওরেন্স আর দামি হয়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে প্রিমিয়ামের পরিমাণ। ইনসিওরেন্স রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

আইআরডিএ-র প্রস্তাবে আঘাত গাড়ির মালিকদের, আরও দামি হচ্ছে গাড়ির বিমা

নতুন প্রস্তাবে ১০০০ সিসির নিচের ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ২১৮২ টাকা। যা আগে ছিল ২,০৭২ কোটি টাকা। একইভাবে ১০০০ থেকে ১৫০০ সিসির ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম বেড়ে হবে ৩৩৮৩ টাকা। তবে এখানে ১৫০০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম বৃদ্ধির কোনও প্রস্তাব করা হয়নি।

দু টাকার গাড়িতে ৭৫ সিসির নিচের ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির প্রস্তাবিত প্রিমিয়াম হল ৫০৬ টাকা।

এবার একনজরে গাড়িগুলির ক্ষেত্রে থার্ড পার্টি ইনসিওরেন্সে প্রিমিয়ামের পরিমাণ

  • ১০০০ সিসির নিচের ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ২১৮২ টাকা
  • ১০০০ থেকে ১৫০০ সিসির ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ৩৩৮৩ টাকা
  • ১৫০০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ৩৩৮৩ টাকা
  • দু টাকার গাড়িতে ৭৫ সিসির নিচের ইঞ্জিনের ক্ষেত্রে প্রিমিয়াম ৫০৬ টাকা
English summary
Third Party insurance of cars will now expensive from next financial year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X