For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুধ, বিদ্যুতের বিলের সঙ্গে আরও অনেক কিছু দামী হচ্ছে পয়লা এপ্রিল থেকে

দুধ, বিদ্যুতের বিলের সঙ্গে আরও অনেক কিছু দামী হচ্ছে পয়লা এপ্রিল থেকে

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থনৈতিক বছর। ওইদিন থেকেই দামী (expensive) হচ্ছে দুধ (milk), বিদ্যুতের (electric) বিলের মতো অনেক কিছু। তবে বিভিন্ন সংস্থার তরফ থেকে সাফাই দেওয়া হচ্ছে তারা এতদিন ধরে মুদ্রাস্ফীতির বোঝা বহন করছিলেন। কিন্তু আর না পেরে এখন গ্রাহকদের ওপরেই চাপিয়ে দিচ্ছেন।

দামী হচ্ছে গাড়ি, বাইক

দামী হচ্ছে গাড়ি, বাইক

মারুতি, নিশান ইতিমধ্যেই জানিয়েছেন, পয়লা এপ্রিল থেকে তাদের গাড়ির দাম বাড়ানোর কথা। তবে কত বাড়তে চলেছে তা তারা এখনও জানাননি।

এসি, রেফ্রিজারেটর দামী হচ্ছে

এসি, রেফ্রিজারেটর দামী হচ্ছে

পয়লা এপ্রিল থেকে দামী হচ্ছে এসি, রেফ্রিজারেটরও। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এি বৃদ্ধির কথা জানানো হয়েছে। এক্ষেত্রে ৪ থেকে ৬ শতাংশের মতো দাম বাড়তে পারে বলে জানা গিয়েছে। ফলে কোনও এসি এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে তা ১৫০০ থেকে ২ হাজার টাকার মতো বাড়তে চলেছে।

দাম বাড়ছে টিভিরও

দাম বাড়ছে টিভিরও

পয়লা এপ্রিল থেকে টিভির দামও বাড়ছে। গত আট মাসে টিভির দাম তিন থেকে চার হাজার টাকার মতো বেড়েছে। পয়লা এপ্রিল থেকে এক্ষেত্রেও দাম ২ থেকে ৩ হাজার টাকা বাড়তে চলেছে সেট পিছু।

বিমান যাত্রা ব্যয়বহুল

বিমান যাত্রা ব্যয়বহুল

এবার থেকে বিমান যাত্রার জন্য বাড়তি টাকা গুনতে হবে। সরকারের তরফ থেকে দেশের মধ্যে চলা বিমানের ক্ষেত্রে ভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ১ এপ্রিল থেকে এভিয়েশন সিকিউকিটি ফি বেড়ে হবে ২০০ টাকা। বর্তমানে তা ১৬০ টাকা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক উড়ানও ব্যয়বহুল হবে পাঁচ থেকে বারো ডলারের মতো।

দাম বাড়ছে দুধের

দাম বাড়ছে দুধের

দুধের ক্ষেত্রে লিটার পিছু দাম ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অনেক দুধ উৎপাদনকারী সংস্থাই দাম বাড়িয়েছে।

এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে বাড়তি খরচ

এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে বাড়তি খরচ

পয়লা এপ্রিল থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে বাড়তি খরচ করতে হবে। উদাহরণ হল আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ২০২১-২২ সালের জন্য বাড়তি টাকা আদায়ের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি হবে।

বিদ্যুতের জন্য বাড়তি খরচ

বিদ্যুতের জন্য বাড়তি খরচ

পয়লা এপ্রিল থেকে বিদ্যুতের জন্য বাড়তি খরচ করতে হবে আমজনতাকে। তবে আপাতত তা বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য। উত্তর ও দক্ষিণ বিহার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুতের দামে ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। যদিও তা এখনও অনুমোদনের স্তরে রয়েছে বলেই জানা গিয়েছে।

মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে, কমিশন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছে, ফের নন্দীগ্রাম নিয়ে সরব মমতামনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে, কমিশন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছে, ফের নন্দীগ্রাম নিয়ে সরব মমতা

English summary
Things are expensive including milk, electricity form 1 April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X