For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI-Axis ছাড়াও এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট আছে? টাকা তোলার আগে অবশ্যই পড়ুন

যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI), আইসিআইসিআই ( ICICI), এক্সিস ( Axis Bank) ব্যাঙ্ক কিংবা অন্যতম বড় বেসরকারী ব্যাঙ্ক HDFC তে আছে! তাহলে আপনার জন্যে এই খবর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI), আইসিআইসিআই ( ICICI), এক্সিস ( Axis Bank) ব্যাঙ্ক কিংবা অন্যতম বড় বেসরকারী ব্যাঙ্ক HDFC তে আছে! তাহলে আপনার জন্যে এই খবর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই সমস্ত ATM থেকে টাকা তোলার আগে এটিএম লেনদেন সংক্রান্ত গুরত্বপূর্ণ নিয়ম ভালোভাবে জেনে নিতে হবে। এছাড়া চার্জ সহ অন্যান্য তথ্যগুলি না জানলে অবশ্যই পস্তাবেন। সমস্যা পড়তে না চাইলে এটিএম সংক্রান্ত জরুরি তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন-

ATM লেনদেন সংক্রান্ত নিয়ম কি?

ATM লেনদেন সংক্রান্ত নিয়ম কি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র নিয়ম অনুসারে এটিএমের সঙ্গে যুক্ত লেনদেনের জন্যে শুল্ক গ্রাহকদের থেকেই নেয় ব্যাঙ্ক। আরবিআইয়ের নির্দেশ মোতাবেক ব্যাঙ্কের তরফে নির্ধারিত করা সীমা'র পরেই প্রতি লেনদেনের জন্যে সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। ব্যাঙ্ক গ্রাহকদের মাসে পাঁচটি লেনদেন একেবারে ফ্রিতে দিয়ে থাকে। আর তা শেষ হয়ে যাওয়ার পরেই ব্যাঙ্ক প্রতি লেনদেনের জন্যে টাকা ধার্য করে। এই বিষয়ে বিভিন্ন ব্যাঙ্কের চার্জ আলাদা।

SBI কত টাকা নেয়?

SBI কত টাকা নেয়?

দেশের অন্যতম বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্ক তাঁদের অ্যাকাউন্ট হোল্ডারদের মেট্রো সিটিতে তিনটি ফ্রি লেনদেনের সুবিধা দিয়ে থাকে। এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের এক মাসে পাঁচটি ফ্রি লেনদেনের সুবিধা দিয়ে থাকে। এরপর প্রত্যেক লেনদেনের জন্যে ২০ টাকা করে অতিরিক্ত গুনতে হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে টাকা তুলে অন্য ধরনের লেনদেনের ক্ষেত্রে আট টাকা করে কাটবে ব্যাঙ্ক।

 ICICI ব্যাঙ্ক-

ICICI ব্যাঙ্ক-

অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্যে এটিএম থেকে প্রতি লিনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত তোলার সুযোগ দিয়েছে। ব্যাঙ্ক এক মাসে প্রথম পাঁচ লেনদেনের জন্যে কোনও চার্জ কাটবে না। এরপর যে কোনও ধরণের লেনদেনের জন্যে গ্রাহকদের টাকা দিতে হবে। যেখানে আর্থিক লেনদেনের জন্যে ২১ টাকা করে কাটবে ব্যাঙ্ক। এবং অন্যান্য লেনদেনের জন্যে আট টাকার কিছু পইয়সা কেটে নেয় ব্যাঙ্ক। এতে গ্রাহকদের উপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে।

HDFC ব্যাঙ্ক-

HDFC ব্যাঙ্ক-

যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC-তে থাকে, তাহলে এই খবর অবশ্যই আপনার জন্যে। এই ব্যাঙ্ক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলার সুবিধা দেয়। তবে এই ব্যাঙ্কও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুবিধা অনুযায়ী পাঁচটি লেনদেন ফ্রিতে করার সুযোগ দেয়। আর এর পরেই যে কোনও ধরণের লেনদেনে টাকা কাটবে ব্যাঙ্ক। নগদ তোলার ক্ষেত্রে ২১ টাকা সঙ্গে জিএসটি কেটে নেবে। অন্যান্য ক্ষেত্রে 8.50 টাকা করে অ্যাকাউন্ট থেকে চার্জ করবে ব্যাঙ্ক।

English summary
These Rules of ATM, cash withdrawal should know every customers of ICICI, AXIS, HDFC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X