For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলপিজি বন্টনে নিয়ম পরিবর্তন, গ্রাহকদের বড় সুবিধা দিতে চলেছে তেল কোম্পানিগুলি

এলপিজি বন্টন আইনে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার প্রয়োজন মতো বাজার থেকে এলপিজি কেনা যাবে। যদি ১৪ কেজির সিলিন্ডারে প্রয়োজন না হয়, কিংবা যদি সেই টাকা না থাকে, তাহলে কম পরিমাণ এলপিজি নেওয়া যাবে।

  • |
Google Oneindia Bengali News

এলপিজি বন্টন আইনে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার প্রয়োজন মতো বাজার থেকে এলপিজি কেনা যাবে। যদি ১৪ কেজির সিলিন্ডারে প্রয়োজন না হয়, কিংবা যদি সেই টাকা না থাকে, তাহলে কম পরিমাণ এলপিজি নেওয়া যাবে। সূত্রের খবর অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে সরকারি তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রামীণ ও ছোট শহরগুলির কথা মাথায় রেখে বিপণন সংস্কার জোরদার করতে।

আঠারোতলা বাজারেই 'জবাব' দিলীপ ঘোষের! তৃণমূল থেকে বিজেপিতে যোগ শ'য়ে, শ'য়ে নেতা, কর্মীরআঠারোতলা বাজারেই 'জবাব' দিলীপ ঘোষের! তৃণমূল থেকে বিজেপিতে যোগ শ'য়ে, শ'য়ে নেতা, কর্মীর

উপকৃত হবেন উজ্জ্বলা গ্রাহকরা

উপকৃত হবেন উজ্জ্বলা গ্রাহকরা

সরকারি এই প্রচেষ্টায় উপকৃত হতে চলেছেন প্রায় ৮ কোটি উজ্জ্বলা গ্রাহক। এবার থেকে নিজেদের প্রয়োজন মতো সিলিন্ডার কিনতে পারবেন তারা।

গ্রাহকরা এলপিজি পাবেন ৮০ থেকে ১০০ টাকায়

গ্রাহকরা এলপিজি পাবেন ৮০ থেকে ১০০ টাকায়

এবার এলপিজি গ্রাহকরা এলপিজি পাবে ৮০ থেকে ১০০ টাকাতেও। এক্ষেত্রে সরকারি ভর্তুকির পরিমাণও কম হবে। ২০২০-২০২১-এ সরকারে ভর্তুকি বাবদ দেওয়ার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে ৩৭০০০ কোটি টাকা।

লকডাউনে উজ্জ্বলা প্রকল্প

লকডাউনে উজ্জ্বলা প্রকল্প

১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে লকডাউনে উজ্জ্বলা প্রকল্পে ৩ টি সিলিন্ডার বিনামূল্য দেওওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। প্রথম দুটি সিলিন্ডারের ক্ষেত্রে আগে থেকেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহককে আগে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।

১ জুলাই থেকে বেড়েছে এলপিজির দাম

১ জুলাই থেকে বেড়েছে এলপিজির দাম

পয়লা জুলাই থেকে এলপিজির দাম নিয়ে ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন মেট্রো শহরে এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় এই বৃদ্ধির পরিমাণ ছিল সিলিন্ডার পিছু ৪ টাকা।

English summary
There will be huge change in LPG distribution rules in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X