For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্জিত সুদ দ্বিগুণ করার উপায় রয়েছে

SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্জিত সুদ দ্বিগুণ করার উপায় রয়েছে

  • |
Google Oneindia Bengali News

বয়স্ক নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের (central govt) সমর্থিত কম ঝুঁকিপূর্ণ সঞ্চয় প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এক্ষেত্রে আয়ের স্থিতিশীলতা রয়েছে। অবসর প্রাপ্তরা এককভাবে কিংবা যৌথভাবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যা দেশের সব ব্যাঙ্ক (Bank) এবং পোস্ট অফিসে (Post Office) পাওয়া যায়। তবে এর থেকে আয় দ্বিগুণ (income double) করার উপায়ও রয়েছে।

কারা উপযুক্ত ও সুদের হার

কারা উপযুক্ত ও সুদের হার

সাধারণভাবে ৬০ বছর বা তার বেশি বয়সীরা এই প্রকল্পে টাকা রাখতে পারেন। সেখানে সুদের হার ৭.৪%। তবে সুদের হার পরিবর্তনশীল, যা সরকারের ওপরে নির্ভর করে।

যাঁরা স্বেচ্ছা-অবসর নিয়েছেন, কিংবা ৫৫-৬০ বছরের মধ্যে বয়স, তাঁরা চাকরি থেকে অবসর গ্রহণের একমাসের মধ্যে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টচ খুলতে পারেন। তবে করোনা লকডাউনের সময়ে অর্থমন্ত্রকের দেওয়া নির্দেশিকায় একমাসের সময়সীমাটি তুলে নেওয়া হয়েছিল।

৫ বছরের জন্য টাকা রাখা যায়

৫ বছরের জন্য টাকা রাখা যায়

এসসিএসএস-এ ৫ বছরের জন্য টাকা রাখতে হয়। মেয়াদ পূর্তির পরে সেই মেয়াদের এক বছরের মধ্যে আবেদন করে অ্যাকাউন্টটিকে আরও তিন বছরের জন্য বাড়ানো যায়। এই ধরনের ক্ষেত্রে একবছরের মেয়াদ শেষে অ্যাকাউন্টটি যে কোনও সময় বন্ধ করা যেতে পারে।

সর্বোচ্চ সীমা ঠিক রেখে একাধিক অ্যাকাউন্ট

সর্বোচ্চ সীমা ঠিক রেখে একাধিক অ্যাকাউন্ট

এই স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে। সব অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ করে কোনও ব্যক্তি তাঁর নিজের নামে কিংবা স্ত্রীর সঙ্গে যৌথভাবে পোস্ট অফিসে কিংবা কোনও ব্যাঙ্কে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখতে পারেন। এব্যাপারে একাধিক অ্যাকাউন্টও খোলা যেতে পারে।

৫ বছরে সুদ-আসল

৫ বছরে সুদ-আসল

একজন বয়স্ক নাগরিক বর্তমান ৭.৪ শতাংশ হারে ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি তিনমাসে সুদ হবে ২৭৭৫০ টাকা। এক্ষেত্রে বছরে সুদ হবে ১১১,০০০ টাকা। পাঁচ বছরে মোট সুদ হবে ৫,৫৫,০০০ টাকা। অর্থাৎ মেয়াদ পূর্তিতে টাকার মোট পরিমাণ হবে ২০,৫৫,০০০ টাকা।

অর্জিত সুদ দ্বিগুণ করার উপায়

অর্জিত সুদ দ্বিগুণ করার উপায়

এক্ষেত্রে স্বামী-স্ত্রীর যৌথ আমানত ব্যবহার করে অর্জিত সুদের পরিমাণ দ্বিগুণ করা যেতে পারে। অর্থাৎ দুজনের অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। এক-একজনের নামে ১৫ লক্ষ করে ৩০ লক্ষ টাকা। যার জেরে অর্জিত সুদও বছরে হবে ২.২ লক্ষ টাকা।
এক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে গেলে চেকে টাকা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড ও প্যান কার্ড লাগবে।

তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি! শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় গেরুয়া শিবিরের তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি! শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় গেরুয়া শিবিরের

English summary
There are ways to double the interest earning from Senior Citizen Savings Scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X