For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান? রইল অসাধারণ ছয়টি স্কিমের খুঁটিনাটি তথ্য

মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান! কিন্তু কোন স্কিমে টাকা রাখলে ভালো সুবিধা পাবেন বুঝতে পারছেন না? পড়ুন তাহলে প্রতিবেদনটি

  • |
Google Oneindia Bengali News

Investment Scheme for your Daughter: সময় কখনও দাঁড়িয়ে থাকে না! কখন কোথায় টাকার প্রয়োজনে হয়ে থাকে তা বলা মুশকিল। আর তাই সঠিক সময়ে সঠিক জায়গাতে বিনিয়োগ করা প্রয়োজন। সব সময়ে যে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে, এমনটা না। ছোট ছোট করেও বিনিয়োগ করা যেতে পারে।

এমনই বেশ কয়েকটি স্কিমের কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল। যেখানে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়। শুধু তাই নয়, এই সমস্ত স্কিমে আপনার ছোট্ট লক্ষ্মীর জন্যে বিনিয়োগ করে তাঁর ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।

ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে এমন একাধিক স্কিম রয়েছে যা মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে। আর সেই সমস্ত স্কিম এক নজরে-

(1) সুকন্যা সমৃদ্ধি যোজনা

(1) সুকন্যা সমৃদ্ধি যোজনা

যদি আপনার মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা ভালো স্কিম হতে পারে। ভারত সরকারের দারুন একটি স্কিম। শুধু তাই নয়, মেয়েদের বিয়ে এবং উচ্চ শিক্ষার জন্যে মোটা অঙ্কে বিনিয়োগ যোজনা এটি। বর্তমানে 7.6 শতাংশ হারে বছরে সুদ দেওয়া হয় এই স্কিমে। এমনকি করেও ছাড় পাওয়া যায়। এমনকি ম্যাচুরিটি সম্পূর্ণ হলে আয়কর ছাড় সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই যোজনার লাভ নিতে পারে যে কোনও ভারতীয়।

(2) মিউচুয়্যাল ফান্ড

(2) মিউচুয়্যাল ফান্ড

বাচ্চাদের গিফট মিউচুয়্যাল ফান্ড দারুন একটি যোজনা। এমনকি আপনার ছোট্ট মেয়েটির জন্যে আদর্শ হতে পারে বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। এই স্কিমটি ঋণের সীমাকে ইক্যুইটির সঙ্গে একত্রিত করে।

(3) ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট (NSC)

(3) ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট (NSC)

ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট (NSC) সরকার স্পর্নসড একটি অসাধারণ স্কিম। গোটা দেশে পোস্ট অফিসের মাধ্যমে এই স্কিমের সুবিধা নেওয়া যেতে পারে। মহিলাদের জন্য এনএসসি দারুন একটি স্কিম হতে পারে। বছরে এই স্কিমে 7.0 শতাংশ হারে সুদ দেওয়া হয়। একাধিক ক্ষেত্রে সুদের হার কমিয়েছে সরকার। সেখানে দাঁড়িয়ে এই স্কিমে এখনও 7.0 শতাংশ হারে সুদ পাওয়া যায়।

(4) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

(4) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

পোস্ট অফিস টর্ম ডিপোজিট ( POTD)। যার তুলনা যে কোনও ব্যাঙ্কের FD সঙ্গে করা হয়ে থাকে। মহিলাদের জন্যে দারুন একটি স্কিম হতে পারে এটি। পোস্ট অফিসের মাধ্যমে এই স্কিমে টাকা জমা করা যেতে পারে। এক বছর, দুই বছর, তিন এবং পাঁচ বছরের জন্যে টাইম ডিপোজিটে সুদের হার যথাক্রমে 5.5%, 5.7%, 5.8% এবং 6.7% থেকে বেড়ে 6.6%, 6.8%, 6.9% এবং 7 শতাংশ করে দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যৎের কথা ভেবেই আজই এই স্কিমে রাখুন টাকা

(5) ইউনিট লিঙ্ক বীমা পরিকল্পনা

(5) ইউনিট লিঙ্ক বীমা পরিকল্পনা

একটি অন্য ধরণের বিনিয়োগ প্ল্যান unit linked insurance plan অর্থাৎ ULIP! যা দেশের মহিলাদের জন্যে থাকা যোজনাগুলির মধ্যে একটি। যা আপনি আপনার মেয়ের জন্যে করতেই পারে। এই প্ল্যানে মোটা অঙ্কের সুবিধা পাওয়া যায়। এই বিষয়ে আরও জানতে লাইফ ইনস্যুরেন্স কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেই পারেন।

(6) সিবিএসই উড়ান প্রকল্প

(6) সিবিএসই উড়ান প্রকল্প

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের (HRD) সহযোগিতায় মহিলাদের জন্য CBSE UDAN প্রকল্প চালু করেছে।

English summary
there are 6 schemes which will secure future of girl child, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X