For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার

পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আরও ২ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াল নরেন্দ্র মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে জানুয়ারি থেকে। তা ছয় মাস আগে থেকেই ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আরও ২ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স এদিন এই সিদ্ধান্ত নিয়েছে।

পুজোর আগে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ছে

জীবনযাত্রার মানকে ধরে রাখতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদেরও সরকার এই ভাতা দিতে থাকে। কর্মীদের বেতনের বেসিকের সঙ্গে হিসাব করে তা নির্ধারিত হয়। যাতে মুদ্রাস্ফীতির প্রভাবে কর্মীদের পকেটে টান না পড়ে।

[আরও পড়ুন: তীর্থ যাত্রায় রাহুল, কোন পথ ধরে কৈলাস-মানস সরোবর যাচ্ছেন কং-সভাপতি][আরও পড়ুন: তীর্থ যাত্রায় রাহুল, কোন পথ ধরে কৈলাস-মানস সরোবর যাচ্ছেন কং-সভাপতি]

এই বছরের মার্চ মাসে কেন্দ্র ২ শতাংশ ডিএ বাড়ায়। ৫ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়। তা দেওয়া হবে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে। তারপরে দেশ জুড়ে উৎসবের মরশুমের আগেই ফের খুশির খবর শোনাল কেন্দ্র।

[আরও পড়ুন: বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে ][আরও পড়ুন: বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে ]

নতুন মহার্ঘ ভাতার ঘোষণা জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। এবার ৭ শতাংশের জায়গায় ৯ শতাংশ করে ডিএ পাবেন সরকারি কর্মীরা। বকেয়া টাকা কর্মী ও পেনশনভোগীরা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন বলে ঘোষণা হয়েছে। সারা দেশে ৪৮ লক্ষ সরকারি কর্মী ও ৬১ লক্ষ পেনশনভোগী মানুষ রয়েছে। সাধারণত ৭ শতাংশ করে ডিএ বাড়ানো হচ্ছিল। ২ শতাংশ আরও বাড়ানোয় নতুন করে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।

[আরও পড়ুন:বিজেপির সমর্থনে প্রধান নির্বাচনে বিতর্ক শাসকের অন্দরে! অভিযুক্ত তৃণমূল বিধায়ক][আরও পড়ুন:বিজেপির সমর্থনে প্রধান নির্বাচনে বিতর্ক শাসকের অন্দরে! অভিযুক্ত তৃণমূল বিধায়ক]

English summary
The Union government is likely to give a 2 percent rise in the DA to the government employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X