For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার দাম পড়তেই জোর ধাক্কা শেয়ার বাজারে

ফের বড় ধাক্কা শেয়ার বাজারে। টাকার দাম পড়ার সঙ্গে সঙ্গে ধস নামল শেয়ার বাজারেও। বিকেল ৩টে বাজার আগেই ৫৬৫ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। সময় যত এগিয়েছে পয়েন্ট কমতে কমতে ৬০০ পেরিয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

ফের বড় ধাক্কা শেয়ার বাজারে। টাকার দাম পড়ার সঙ্গে সঙ্গে ধস নামল শেয়ার বাজারেও। বিকেল ৩টে বাজার আগেই ৫৬৫ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। সময় যত এগিয়েছে পয়েন্ট কমতে কমতে ৬০০ পেরিয়ে গিয়েছে। আর নিফটি হালও একই রকম। নিফটি পড়েছে ১৬৬ পয়েন্ট।

টাকার দাম পড়তেই জোর ধাক্কা শেয়ার বাজারে

এক ধাক্কায় এইডিএফসি, টাটা কনসাল্টেন্সি, ইনফোসিস, আইটিসি, লার্সেন টুরবোর শেয়ার পড়েছে অনেকটাই। বিনিয়োগ কারীরা এখন শেয়ার বাজারে টাকা খাটাতে ভয় পাচ্ছেন। সবচেয়ে খারাপ অবস্থা অটো মোবাইক কোম্পানি গুলির শেয়ারের। এক ধাক্কায় দাম কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে।

এমনিতে চলতি বছরে গাড়ির বাজারে মন্দা যাচ্ছে। জুলাইয়ে গাড়ির বিক্রি ৩০.৯ শতাংশ কমেছে। এমনকী ব্যাবসায়ীক কারণে ব্যবহারকারী গাড়ির বিক্রিও ভীষণভাবে কমেছে। যা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে অটো মোবাইল কোম্পানিগুলি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, মারুতি সুজুকি সহ একাধিক অটো মোবাইল কোম্পানির শেয়ার এক ধাক্কায় অনেকটাই পড়ে গিয়েছে।

এই সংকটজনক পরিস্থিতিতেও জেগে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার। তার অন্যতম কারণ সৌদি সংস্থার বিনিয়োগ। এযাবত দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হয়েেছ রিলায়েন্সে। কাজেই অত সহজে রিলায়েন্সের শেয়ার পড়বে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। কিন্তু শুধু মাত্র রিলায়েন্সকে নিয়েই তো গোটা দেশের ব্যবসা চলবে না। অন্য সংস্থাগুলির শেয়ার বাজারে এমন হাঁড়ির হাল দশা উদ্বেগ বাড়িয়েছে। কারণ এতে দেশের সামগ্রিক অর্থনীতিেত বড় প্রভাব পড়বে।

English summary
The Sensex fell 565 points or 1.5 per cent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X