For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঙ্গা শেয়ারবাজার, জুলাই মাসের পর ৪০,০০০ পেরোল সেনসেক্স

Google Oneindia Bengali News

দিওয়ালি পেরোতেই চাঙ্গা শেয়ারবাজার। জুলাই মাসের পর এই প্রথম ৪০,০০০ পয়েন্ট পেরোল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ৩৯,০০০-এ পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। বুধবার বাজার খুলতেই সেটা ৪০,০০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। জুলাই মাসের পর এই প্রথম ৪০,০০০ পয়েন্ট অতিক্রম করল সেনসেক্স।

চাঙ্গা শেয়ারবাজার

চাঙ্গা শেয়ারবাজার

দীর্ঘদিন পর আশার আলো দেখলেন শেয়ার বাজারের কারবারিরা। দেওয়ালির পরে এই প্রথম উর্ধ্বমুখী শেয়ারবাজার। বুধবার বাজার খুলতেই শেয়ার বাজার ৪০,১০০ তে পৌঁছে যায়। ৩০টি কোম্পানির শেয়ারের দাম চড়েছে। নিফটিও চড়েছে । ১১,৮৮৩-তে পৌঁছেছে নিফটি।

৩০টি কোম্পানির শেয়ারের দাম চড়েছে

৩০টি কোম্পানির শেয়ারের দাম চড়েছে

এই উর্ধ্বমুখী শেয়ারবাজারে সবচেয়ে বেশি লাভ কুড়িয়েছে ৩০টি সংস্থা। এইচডিএফসি, পিএনবি-র শেয়ারের দাম চড়েছে ১ শতাংশ। ইনফোসিসেক ২.২। আইসিআইসি আই সিকিউরিটিরও শেয়ার চড়েছে। ভারতী এয়ারটেলের েশয়ারের দাম বেড়েছে ১.৫ শতাংশ। সবচেয়ে বেশি লাভবান হয়েছে টাটা মোটর্স। শেয়ারের দাম চড়েছে ৩৬ শতাংশ। তবে বেলা বাড়ায় আবার ১.৫ শতাংশ দাম পড়েছে। অন্যান্য কোম্পানিগুলির মধ্যে আরআইএল, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই, মারুতি সুজুকি, লার্সেন অ্যান্ড টুর্বো, আইটিসি, ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কের শেয়ার বেড়েছে।

চিনের সঙ্গে বাণিজ্যের হাল ফিরছে আমেরিকার

চিনের সঙ্গে বাণিজ্যের হাল ফিরছে আমেরিকার

চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক ব্যবসায়িক মহলে। সেকারণেই এই শেয়ার বাজারের এই উর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সরকারের কর ব্যবস্থার পরিবর্তন প্রভাব ফেলেছে শেয়ার বাজারে। এমনই মনে করছে অর্থনীতিবিদরা।

গত কয়েকমাস ধরে শেয়ার বাজার চাঙ্গা করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। জিএসটিতে পরিবর্তন করা হয়েছে। কর্পোরেচ রেট কমানো হয়েছে। এরকম একাধিক পরিকল্পনার পরেই শেয়ার বাজারের হাল একটু ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

English summary
The Sensex crossed the 40,000 mark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X