For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই! যে ভুলগুলি করদাতাদের এড়ানো উচিত

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই! যে ভুলগুলি করদাতাদের এড়ানো উচিত

  • |
Google Oneindia Bengali News

২০২১-২২ আর্থিক বছরের আয়কর রিটার্ন (Income Tac Return) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। সেই সময়ের মধ্যে একজন করদাতাকে আগেকার আর্থিক বছরের রিটার্ন (ITR) দাখিল করতে হবে। তবে এই রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা বেশ কিছু ভুল করে থাকেন। যার জেরে রিফান্ড পেতে বিলম্ব হতে পারে, কিংবা অন্য অসুবিধাও হতে পারে।

 ভুল আইটিআর নির্বাচন

ভুল আইটিআর নির্বাচন

আইটিআর ফাইলের প্রথম ধাপ হল আইটিআর ফর্ম নির্বাচন। এক্ষেত্রে কারও যদি একাধিক বাড়ির সম্পত্তি থাকে, তাহলে তিনি আইটিআর-১ ফাইল করতে পারবেন না। আইটিআর-১ হল সাধারণ ট্যাক্স রিটার্ন, যা একজন সাধারণ করদাতা দাখিল করতে পারেন, যাঁর আয় ৫০ লক্ষের বেশি নয়। এক্ষেত্রে আয়ের উৎস একটি বাড়ির সম্পত্তি।

 কর ছাড় ক্রেডিট না হওয়া

কর ছাড় ক্রেডিট না হওয়া

অনেক সময়তেই প্রত্যাশার থেকে কম রপ ছাড় পাওয়া যায়। এছাড়াও বকেয়া রিফান্ডের পরিবর্তে কেউ কেউ ডিমান্ড নোটিশ পান। এর কারণ লহল টিডিএস কাটার জন্য যথাযথ ক্রেডিট না পাওয়া।

উদাহরণ স্বরূপ যদি বেতনের সঙ্গে পেশাদার হিসেবেও রশিদ থাকে এবং ফাইল করার সময় পুরো আয়কেই বেতনের আয়ের সঙ্গে দেখানো হয়, তাহলে আয়কর দফতরের থেকে নোটিশ যাবে।

অনুমানমূলক আয় বনাম মিয়মিত ব্যবসায়িক আয়

অনুমানমূলক আয় বনাম মিয়মিত ব্যবসায়িক আয়

আবেদনকারীরা যে ভুল করেন তা হল ডে ট্রেডিং লেনদেনের মতো অনুমানমূলক লেনদেন থেকে ক্ষতির বিষয়টি। কখনও কখনও অনুমানমূলক আয় থেকে ক্ষতি হয় এবং নিয়মিত শেয়ার ট্রেডিং থেকে লাভ হয়।

 ব্যাঙ্কের বৈধতা

ব্যাঙ্কের বৈধতা

আইটিআর রিফান্ডে দেরিতে তৃতীয় সাধারণ কারণ হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা সংক্রান্ত সমস্যা। নির্দিষ্ট অ্যাকাউন্টে সবসময়ই প্যান ও আধার লিঙ্ক করা থাকতে হবে। এটি রিফান্ডের জন্য ব্যাঙ্কের বৈধতা এবং গ্রুত প্রক্রিয়াকরণের
জন্য ইভেরিফিকেশনে সাহায্য করে থাকে।

ফর্ম 16-র বাইরে ট্যাক্স বাঁচানো যায় না

ফর্ম 16-র বাইরে ট্যাক্স বাঁচানো যায় না

বেতনভুক কর্মীদের একটা ভুল ধারনা রয়েছে, ফর্ম 16-এর বাইরে ট্যাক্স বাঁচানো যায় না। তাঁরা ট্যাক্স কাচঠাটের নতুন চেহারায় না গিয়ে ফর্ম 16-এর ছাড়ের ওপর নির্ভর করে আইটিআর ফাইল করেন। কিন্তু এই ভুল
এড়ানো যায়। এমন অনেক কিছু রয়েছে, যেখান থেকে কর ছাড় পাওয়া যায়। উদাহরণ স্বরূপ বাচ্চাদের টিউশন ফি থেকে আরটিপিসিআর পরীক্ষা (80D তে ৫০০০ টাকা পর্যন্ত) ।

২০২২-এর বৃহত্তম 'সুপারমুনে’র দেখা মিলবে আকাশে, এদিনই পৃথিবীর সবথেকে কাছে চাঁদ২০২২-এর বৃহত্তম 'সুপারমুনে’র দেখা মিলবে আকাশে, এদিনই পৃথিবীর সবথেকে কাছে চাঁদ

English summary
Tax payers should avoid mistakes at the time of filing ITR before 31 July last date for FY 2021-22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X