For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের! কোপ পড়ল গণবন্টনের কেরোসিনেও

ভোটের মুখে দাম বাড়ল ভর্তুকি যুক্ত এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারের। দাম বেড়েছে গণবন্টন ব্যবস্থায় বিক্রি করা কেরোসিনেরও।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে দাম বাড়ল ভর্তুকি যুক্ত এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারের। দাম বেড়েছে গণবন্টন ব্যবস্থায় বিক্রি করা কেরোসিনেরও। সোমবার থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। ভর্তুকি বিহীন সিলিন্ডার পিছু কলকাতায় দাম বেড়েছে ৫ টাকা করে। অন্যদিকে গণবন্টনে কেরোসিনের দাম বেড়েছে ৩০ পয়সা করে।

এলপিজির দাম বৃদ্ধি

এলপিজির দাম বৃদ্ধি

সোমবার পয়লা এপ্রিল থেকে দাম বাড়ল এলপিজির। ভর্তুকি যুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় ক্ষেত্রেই এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। এদিনে এই বছরে এলপিজির এটি দ্বিতীয় বৃদ্ধি। দিল্লিতে ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৫.৮৬ টাকা। ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৭০৬.৫০ টাকা। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৭২৭.৫০ টাকা। বর্তমানে তা হয়েছে ৭৩২.৫০ টাকা। ভর্তুকি যুক্ত ১৪.২ কেজির সিলিন্ডারে ২৫ পয়সা এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছে।

কেরোসিনের দাম বৃদ্ধি

কেরোসিনের দাম বৃদ্ধি

গণবন্টন ব্যবস্থায় বিলি করা কেরোসিনের দামও এদিন থেকে বৃদ্ধি করা হয়েছে। লিটার পিছু বাড়ানো হয়েছে ৩০ পয়সা করে।

দাম ওঠা নামা করে মাসিক ভিত্তিতে

দাম ওঠা নামা করে মাসিক ভিত্তিতে

বর্তমানে এলপিজির দাম ওঠা নামা করে আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে। দেশের বাজারে মাসের ভিত্তিতে তার পরিবর্তন করা হয়। গ্রাহকরা ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে পেয়ে থাকেন।

English summary
Subsidised and non Subsidised LPG prices increased
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X