For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবাইকে হারিয়ে দর-এ এগিয়ে টাটা মোটরস, ১০ হাজার ইলেকট্রিক গাড়ির বরাত দিল কেন্দ্র

টাটা মোটরসের কাছ থেকে ১০ হাজার ইলেকট্রিক গাড়ি কিনবে কেন্দ্র। এমনটাই জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রিত এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড।আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দর থেকেই টাটা মোটরসকে বেছে নেওয়া হয়

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

টাটা মোটরসের কাছ থেকে ১০ হাজার ইলেকট্রিক গাড়ি কিনবে কেন্দ্র। এমনটাই জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রিত এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দর থেকেই টাটা মোটরসকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইইএসএল।

টাটা মোটরসকে ১০ হাজার ইলেকট্রিক গাড়ির বরাত কেন্দ্রের

টাটা মোটরস দুটি ভাগে ইলেকট্রিক গাড়ি সরবরাহ করবে। ২০১৭-র নভেম্বরে ৫০০ গাড়ি সরবরাহ করবে টাটা মোটরস। বাকি ৯৫০০ ইলেকট্রিক গাড়ি সরবরাহ করা হবে দ্বিতীয় ধাপে।

ইইএসএল জানিয়েছে, বিভিন্ন সংস্থাগুলির মধ্যে টাটা মোটরস ইলেকট্রিক গাড়ির জন্য সবথেকে কম মূল্য দিয়েছে। জিএসটি বাদ দিয়ে গাড়ি পিছু মূল্য ১০.১৬ লক্ষ টাকা। জিএসটি নিয়ে গাড়িগুলির মূল্য দাঁড়াবে ১১.২ লক্ষ টাকা। টাটার তরফে থেকে ৫ বছরের গ্যারান্টিও দেওয়া হচ্ছে। বাজার চলতি অন্য ইলেকট্রিক গাড়িগুলির মূল্য টাটার দেওয়া মূল্যের থেকে ২৫ শতাংশ বেশি এবং সেগুলির গ্যারান্টির সময়সীমা ৩ বছর বলে জানিয়েছে ইইএসএল। টাটা মোটরসকে চিঠি দেওয়ার নয় মাসের মধ্যে সবকটি গাড়ি পাওয়া যাবে বলে জানিয়েছেন ইইএসএলের ডিরেক্টর সৌরভ কুমার। ইলেকট্রিক গাড়িগুলি সরকারি দফতর ছাড়াও মন্ত্রীরা ব্যবহার করবেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দর থেকেই টাটা মোটরসকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইইএসএল।

টাটা মোটরসকে ১০ হাজার ইলেকট্রিক গাড়ির বরাত কেন্দ্রের

সরকারের এই পদক্ষেপ দেশে ইলেকট্রিক গাড়ি চড়ার প্রবণতা বাড়াবে বলেই মনে করছেন টাটা মোটরসের সিইও এবং এমডি গুন্টার বাসচেক। একইসঙ্গে এই পদক্ষেপ ভারতীয় গ্রাহকদের কাছে ইলেকট্রিক গাড়ির পৌঁছে দেওয়ার সংস্থার চেষ্টাকে তরান্বিত করবে বলে জানিয়েছেন তিনি।

ঠিক কোন প্রকৃতি ইলেকট্রিক গাড়ি টাটা মোটরস সরবরাহ করবে, তা জানা না গেলেও, সূত্রের খবর সেডান টাইগর-এর ইলেকট্রিক ভার্সান সরবরাহ করবে টাটা মোটরস।

টাটা মোটরস ছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দর-এ অংশ নিয়েছিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, নিশান। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দর-এ টাটা মোটরস-এর গাড়ির দাম ছিল সব থেকে কম।

English summary
State run Energy Efficiency Services Ltd on friday said it will procure 10000 electric cars from tata motors, an order valued at around Rs. 1,120 crore. EESL said Tata Motors quoted the lowest price of rs. 10.16 lakh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X