For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মার্ট ওয়াচ থেকে পাতলা ল্যাপটপ, ২০১৮-র বাজার মাতাচ্ছে এই ১৫ টি গ্যাজেট

স্মার্টওয়াচ থেকে সবচেয়ে পাতলা ল্যাপটপ, ২০১৮-এর সেরা কয়েকটি গ্যাজেট

Google Oneindia Bengali News

২০১৮ সালের অর্ধেক না যেতে না যেতেই ল্যাপটপ, টিভি, স্মার্ট স্পিকার, ক্যামেরা, স্মার্টফোন - নানান আকর্ষনীয় ইলেকট্রনিক গ্যাজেটে ভরে গেছে ইলেকট্রনিক্স বাজার। এরমধ্যে বেশ কিছু যেমন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তেমনই বেশ কিছু গ্যাজেট-প্রেমীদের জগতে সাড়া ফেলে দিয়েছে। এখানে এরকমই হইচই ফেলা এবছরের এখনও অবধি সেরা কয়েকটি গ্যাজেটের সুলুক সন্ধান রইল।

ওয়ানপ্লাস ৬

ওয়ানপ্লাস ৬

এই ফোনের মূল্য ৩৪,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনে দেওয়া হয়েছে ফুল এইচডি + অপটিক অ্যামলডেড স্ক্রিন। রেজোলিউশন ১০৮০x২২৮০ পিক্সেল যা অর্থাত ১৯:৯ অনুপাতের স্ক্রিনে ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যানড্রয়েড ৮.১ ওরিও-ভিত্তিক অক্সিজেন অপারেটিং সিস্টেম চলে। ৩৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে এই ফোনে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে রয়েছে ডুয়াল ক্যামেরা - একটি এফ/ ১.৭ অ্যাপারচারের সোনি আইএমএক্স৫১৯ ১৬ এমপি-র সেন্সর-ওয়ালা ও সেকেন্ডারি সেন্সরটি এফ/ ১.৭ অ্যাপারচারের সোনি আইএম৩৭৬কে ২০ এমপি-র। এঠাড়া ১৬ এমপি-র ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অ্যাপল ওয়াচ ৩ জিপিএস + সেলুলার

অ্যাপল ওয়াচ ৩ জিপিএস + সেলুলার

গত বছর সেপ্টেম্বরেই অ্যাপল ওয়াচ 3-এর সেলুলার সংস্করণটি আত্মপ্রকাশ করলেও তা ভারতের বাজারে এসেছে এই বছর এপ্রিল মাসে। ৩৮ মিলিমিটার ও ৪২ মিলিমিটার এই দুইমাপে পাওয়া যায়এই স্মার্ট ওয়াচ। দাম যথাক্রমে ৩৯,০৮০ টাকা এবং ৪১,১২০ টাকা। এই ঘড়িটি থেকে ব্যবহারকারীরা স্বাধীনভাবেই কল করতে বা গ্রহণ করতে পারেন। অর্থাত আগের মতো ব্লুটুথ বা ওয়াই ফাই দিয়ে অ্যাপল ওয়াচকে আইফোনের সঙ্গে সংযুক্ত রাখার দরকার হবে না। কাজেই এই স্মার্ট ওয়াচ থাকলে আইফোন এখন থেকে বাড়িতেই রেখে যাওয়া যাবে।

নোকিয়া ৮ সিরোকো

নোকিয়া ৮ সিরোকো

নোকিয়ার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি মিলবে ৪৯,৯৯৯ টাকার বিনিময়ে। গুগল অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগের অন্যতম অংশ, নোকিয়া 8 সিরোকোতে প্রথম থেকেই অ্যানড্রয়েড ৮.১ সংস্করণ দেওয়া হয়েছে। এতে একটি ৫.৫ ইঞ্চির কিউ এইচডি পিওএইটি স্ক্রিন দেওয়া হয়েছে, যা দুদিকেই কার্ভড। এছাড়া আছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি ডুয়াল রিয়ার ক্যামেরাবিশিষ্ট। একটি সেন্সর ১৩ এমপি টেলিফোটো লেন্স ওয়ালা অপরটি ১২ এমপির ওয়াইড লেন্স ওয়ালা। লেন্, নির্মাতা জেইস অপটিক্স। তবে এর ফ্রন্ট ক্যামেরাটি যথেষ্ট দুর্বল, মাত্র ৫ মেগাপিক্সেলের। নোকিয়া ৮ সিরাকোতে ব্যাটারি দেওয়া হয়েছে ৩২৬০ এমএএইচ ক্ষমতার।

স্যামসাং গ্যালাক্সি এস ৯ ও স্যামসাং গ্যালাক্সি এস ৯+

স্যামসাং গ্যালাক্সি এস ৯ ও স্যামসাং গ্যালাক্সি এস ৯+

গ্যালাক্সি এস ৯ এবং এস ৯+ দুটিতেই কোয়াড এইচডি + কার্ভড সুপার অ্যামলডেড ডিসপ্লে দেওয়া হয়েছে। পার্থক্য তাদের আকারে। প্রথমটির ৫.৮ ইঞ্চির এবং ৯+ ৬ ইঞ্চির স্ক্রিন বিশিষ্ট। দুটি ফোনই চলে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস ৯৮১০ প্রসেসরে। দুটি স্টোরেজ ভেরিয়েন্ট-এ ফেনগুলি পাওয়া যায় - ৬৪ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট। স্যামসাং গ্যালাক্সি এস ৯-এ র‌্যাম রয়েছে ৪ গিগাবাইটের আর ৯ + চলে ৬ গিগাবাইট র‌্যামে। দুটি ডিভাইসেই একটি নতুন ডুয়াল অ্যাপারচার লেন্স এবং ৮ এসপির ফ্রন্ট ক্যআমেরা দেওয়া হয়েছে। গ্যালাক্সি এস ৯ এ আছে ওআইএস-সহ একটি সিঙ্গল সুপার স্পিড ডুয়াল পিক্সেল (এফ১.৫ / এফ২.৪) ১২ এমপি-র অটোফোকাস সেন্সর। আর গ্যালাক্সি এস ৯+ -এ রয়েছে ১২ মেগাবাইটের ডুয়াল রিয়ার ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এস ৯ এর বেস মডেলের দাম ৫৭,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ৯+ পড়বে ৬৪,৯০০ টাকা।

আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপ

আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপ

পৃথিবীর সবচেয়ে পাতলা কনভার্টেবল এই ল্যাপটপের দাম ১,৩০,৯৯০ টাকা। এটি চওড়ায় মাত্র ১১.২ মিলিমিটার এবং এর ওজন ১.১ কেজি। এইট্থ জেনারেশন ইন্টেল কোর আই ৭ প্রসেসরে চলে। র‌্যাম রয়েছে ১৬ গিগাবাইট ২১৩৩ মেগাহার্টজ এলপিডিডিআর৩। এছাড়া আছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশনের এফএইচডি ডিসপ্লে-সহ ১৩.৩ ইঞ্চির নানোএজ মাল্টি-টাচ স্ক্রিন। এতে আসুস ট্রুটুলাইফ ভিডিও প্রযুক্তি এবং নেক্সড জেনারেশন আসুস সোনিকমাস্টার অডিও টেকনোলজি ও হারমান কারদন-সার্টিফায়েড স্টিরিও অডিও সিস্টেম রয়েছে।

গুগল হোম স্মার্ট স্পিকার

গুগল হোম স্মার্ট স্পিকার

গুগল এর ভয়েস-বেসড স্মার্ট অ্যাসিস্ট্যান্ট দ্বারা চলে গুগল হোম এবং গুগল হোম মিনি। এই স্মার্ট স্পিকারগুলির দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ৪,৪৯৯ টাকা। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, স্মার্ট স্পিকার ব্যবহারকারীদের প্রতিদিনের খবরের আপডেট দেওয়া, ইমেইল চেক করা এবং ব্যবহারকারীর শিডিউল বলে দেওয়ার মতো কাজগুলি করতে পারে।

এমআই এলইডি টিভি সিরিজ

এমআই এলইডি টিভি সিরিজ

পৃথিবীর সবচেয়ে পাতলা এলইডি টিভি বলে পরিচিত এমআই এলইডি স্মার্ট টিভি ৪ দিয়ে শায়োমি সংস্থা এই বছর ভারতের টিভির বাজারে পা রেখেছে। এই স্মার্ট টিভি মাত্র ৪.৯ মিলিমিটার পুরু। ৪৪,৯৯৯ টাকা মূল্যের মি এলইডি টিভি ৪ এ রয়েছে ৩৮৪০x২১৬০ পিক্সেল রেজোলিউশনের ৫৫ ইঞ্চির ফোরকে এইচডিআর ডিসপ্লে। এরপর শায়োমি আরও দুটি বাজেট টিভি নিয়ে এসেছে ভারতের বাজারে - ২২ ইঞ্চির এবং ৪৩ ইঞ্চির এমআই টিভি ৪এ। প্রথমটির দাম ১৩,৯৯৯ টাকা এবং পরেরটির দাম ২২,৯৯৯ টাকা। তিনটি মডেলই শায়োমি-র প্যাচওয়াল ইউসার ইন্টারফেসে চলে। এই ইন্টারফেস শায়োমি শুধুমাত্র ভারতীয় বাজারের জন্যই আলাদাভাবে কাস্টমাইজ করেছে।

হুয়াওয়েই পি২০ প্রো

হুয়াওয়েই পি২০ প্রো

লঞ্চ করার সময় হুয়াওয়েই পি২০ প্রো-এর দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। এটিই এখন পর্যন্ত ভারতের বাজারে সংস্থার সবচেয়ে দামী স্মার্টফোন। পি২০ প্রো-এর বিশেষত্ব হল এতে লাইকা লেন্সের তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে - একটি ২০ এমপি-র মোনোক্রোম সেন্সর, একটি ৪০ এমপি-র আরজিবি সেন্সর এবং একটি ৮ এমপি-র টেলিফোটো সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটিও খুবই আকর্ষণীয়। এফ/ ২.০ অ্যাপারচারের একটি ২৪ এমপি-র ফ্রন্টাল ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৬ ইঞ্চির ফুল এইচডি + ওএলইডি স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া আছে ৬ গিগাবাইটের র‌্যাম এবং ১২৮ গিগাবাইটের ইনবিল্ট স্টোরেজ। ফোনটি চলে অক্টাকোর কিরিন ৯৭০ প্রসেসরে। এই ফোনে দেওয়া হয়েছে একটি ৪০০০ এমওএইট-এর ব্যাটারি যা কুইক চার্জিং সাপোর্ট করে।

ভিভো এক্স২১

ভিভো এক্স২১

এই ফোনের দাম ৩৫,৯৯০ টাকা। ভিভো এক্স২১ -এ দেওয়া হয়েছে ৬.২৮ ইঞ্চির ১০৮০x২২৮০ পিক্সেল রেজোলিউশন-বিশিষ্ট ফুল এইচডি + এএমওএলইডি ডিসপ্লে। রয়েছে ৬ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরে চলে ফোনটি। অ্যান্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেমকে কাস্টমাইজের মাধ্যমে সংস্থা তাদের নিজস্ব ফানটাচ ওএস দিয়েছে। একটি ১২ এমপি + ৫ এমপি-র রিয়ার ক্যামেরা এবং ১২ এমপি-র সেলফি শ্যুটার রয়েছে।

অ্যামাজন ইকো স্পট

অ্যামাজন ইকো স্পট

১২,৯৯৯ টাকা মূল্যের, অ্যামাজন ইকো স্পট স্পিকারটিতে ভিডিও দেখা, সময় দেখা এমনকী ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করে ভিডিও কল করার জন্য একটি ২.৫ ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এটি সেকেন্ড জেনারেশন ফারফিল্ড টেকনোলজি দিয়ে চলে। ডিভাইসটি স্ট্রিমিং পরিষেবা সাপোর্ট করে এছাড়াও জোম্যাটো থেকে খাবার অর্ডার, ওলা ক্যাব বুক করার মতো অনেক কাজই করা যায়। এই ডিভাইসে ভলিউম নিয়ন্ত্রণ, মাইক্রোফোন ও ক্যামেরা খোলা-বন্ধের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে।

বোস সাউন্ডস্পোর্ট ফ্রি ওয়্যারলেস

বোস সাউন্ডস্পোর্ট ফ্রি ওয়্যারলেস

বোস সাউন্ডসপোর্ট ফ্রি ওয়্যারলেস হেডফোনের দাম ১৮,৯৯০ টাকা। এর ওজন মাত্র ১০ গ্রাম। এটি ৯ মিটার এলাকার মধ্যে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হয়। হেডফোনটি যাতে না হারায় তার জন্যও ব্য়বস্থা করেছএ বোস। বোস কানেক্ট অ্যাপে 'ফাইন্ড মাই বাডস' নামে নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এতে হেডফোনটি শেষবারের কখন কোথায় ব্যবহার করা হয়েছিল তা জানা যায়।

ফুজিফিল্ম জিএফএক্স ৫০এস ক্যামেরা

ফুজিফিল্ম জিএফএক্স ৫০এস ক্যামেরা

ফুজিফিল্ম জিএফএক্স ৫০এস মিররলেস ক্যামেরাটির(শুধুমাত্র বডি) দাম ৫,১১,৯৯৯ টাকা। এতে ৫১.৪ মেগাপিক্সেল-বিশিষ্ট একটি ৪৩.৮x৩২.৯ মিলিমিটারের মাঝারি ফর্ম্যাটের সেন্সর রয়েছে। ক্যামেরাটি পুরো ফ্রেম সেন্সরের প্রায় ১.৭ গুন এলাকা ধরতে পারে। জিএফএক্স ৫০এস ক্যামেরায় এক্স-প্রসেসর প্রো ইমেজ প্রসেসর ইঞ্জিন দেওয়া হয়েছে।

শায়োমি রেডমি নোট ৫ প্রো

শায়োমি রেডমি নোট ৫ প্রো

শায়োমি রেডমি নোট ৫ প্রো-র দাম ১৪,৯৯৯। ৪ জিবি + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ - এই দুই স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায় এই স্মার্টফোনটি। ৬ জিবি র‌্যামের ডিভাইসটির দাম পড়ে ১৬,৯৯৯ টাকা। ১০৮০x২১৬০ পিক্সেল রেজলিউশনের, ১৮:৯ অনুপাতের ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে অ্যানড্রয়েড ৭.০ নওগাট অপারেটিং সিস্টেম ও এমআইইউআই ৯ ইন্টারফেস। চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে। ৪০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। এই ফোনে ১২ এমপি এবং ৫ এমপি সেন্সরের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ সহ ২০ এমপি সেলফি ক্যামেরা রয়েছে।

এইচপি স্পেক্টার এক্স ৩৬০

এইচপি স্পেক্টার এক্স ৩৬০

বাজারে সবসেরা কনভার্টেবল নোটবুকগুলির মধ্যে একটি এইচপি স্পেক্টেটর এক্স ৩৬০। এই ডিভাইসের দাম ১,১৫,২৯০ টাকা। এতে ১৯৮০x১০২০ পিক্সেলের ফুল-এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এইটথ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর (আই৫ বা আই৭)-এ চলে এই কনভার্টেবল ল্যাপটপ। এই ডিভাইসে র‌্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৩।

এইচপি ওমেন এক্স

এইচপি ওমেন এক্স

এই উচ্চক্ষমতার গেমিং পিসি-টির দাম শুরু হচ্ছে ৪,৪৯,৯৯৯ টাকা থেকে। এটি ইন্টেল কোর আই ৯ প্রসেসরে চলে। ডুয়াল এনভিডিয়া জিটিএক্স ১০৮০ এবং ডুয়াল এএমডি রেডন আর ৯ ফিউরি এক্স জিপিইউ সাপোর্ট করে। তাপ নিয়ন্ত্রণের জন্য তিনটি ১২০ মিমি তরল কুলিং রেডিয়েটার এবং ট্রাই-চেম্বার নকশা দেওয়া হয়েছে। এটিকে অন্যতম বড় প্রিবিল্ট গেমিং মেশিন।

English summary
Smartwatch to the thinnest laptop, the hottest gadgets of 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X