For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI, HDFC-র থেকে বেশি সুদ, ফিক্সড ডিপোজিটে ৭% রিটার্ন দিচ্ছে যেসব ব্যাঙ্ক

SBI, HDFC-র থেকে বেশি সুদ, ফিক্সড ডিপোজিটে ৭% রিটার্ন দিচ্ছে যেসব ব্যাঙ্ক

  • |
Google Oneindia Bengali News

অনেকেই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (fixed deposit) টাকা রাখেন। কেননা তার সুদ (rate of interest) খানিক কম হলেও বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। তবে নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা ফিক্সড ডিপোজিট করতে গেলে সঠিক ব্যাঙ্ক বেছে নেওয়াটাও বড় কাজ। বিনিয়োগকারী প্রাথমিকভাবে লক্ষ্য করেন, কোন ব্যাঙ্কে সুদের হার বেশি, যা বিনিয়োগকারীকে বাড়তি সুবিধা দেবে। তবে অনেক বড় ব্যাঙ্কের সুদই এই মুহূর্তে কম, তাহলে উপায়?

নতুন ও ছোট বেসরকারি ব্যাঙ্কগুলি বেশি সুদ দিচ্ছে

নতুন ও ছোট বেসরকারি ব্যাঙ্কগুলি বেশি সুদ দিচ্ছে

ব্যাঙ্কে সুদের ক্ষেত্রে নতুন ও ছোট বেসরকারি ব্যাঙ্কগুলি বড় ও প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলির থেকে বেশি সুদ দিচ্ছে। ফলে বিনিয়োগকারী চাইলে সেখানে তিনি টাকা রাখতে পারে। পুরোটাই বিনিয়োগকারীর সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে তিনি কী করবেন।

একনজরে বেসরকারি ব্যাঙ্ক ও সুদের হার

একনজরে বেসরকারি ব্যাঙ্ক ও সুদের হার

এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কস ইকুইটাস স্মল ফিনাল্স ব্যাঙ্ক, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এছাড়াও ডিসিবি ব্যাঙ্কে সুদের হার ৬.৭৫ শতাংশ, এরপর আরবিএল ব্যাঙ্কের সুদের হার ৬.২৫ শতাংশ, বন্ধন ব্যাঙ্কে সুদের হার ৬ শতাংশ।

একনজরে বড় ব্যাঙ্কগুলির সুদের হার

একনজরে বড় ব্যাঙ্কগুলির সুদের হার

কিন্তু ব্যবসার নিরিখে শীর্ষে থাকা রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কে সুদের হার ৩ থেকে ৩.৫ শতাংশের মধ্যে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সুদের হার ৪ শতাংশ। সেখানে এসবিআই-এ সুদের হার ২.৭০ শতাংশ, ব্যাঙ্ক অফ বরোদায় সুদের হার ৩.২০ শতাংশ।

তবে যেখানে সুদ বেশি সেখানে বেশি টাকা রাখতে হয়

তবে যেখানে সুদ বেশি সেখানে বেশি টাকা রাখতে হয়

এক্ষেত্রে ছোট বেসরকারি ব্যাঙ্কগুলিতে মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে বড় ব্যাঙ্কগুলির থেকে বেশি টাকা রাখতে হয়। বড় ব্যাঙ্কগুলিতে মোটামুটি ভাবে মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকা থেকে শুরু। কিন্তু এইউ সম্ল ফিনাম্স ব্যাঙ্কে রাখতে হয় ২ হাজার টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ব্যাঙ্কগুলির টার্গেট হল চাকুরে মধ্যবিত্ত এবং স্বনিযুক্তরা। তবে বিনিয়োগের সময় কিংবা নতুন অ্যাকাউন্ট খোলার সময় বিনিয়োগকারীকে দেখতে হবে এমন ব্যাঙ্ক পছন্দর করতে যাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেটওয়ার্ক রয়েছে এবং খুব ভাল সার্ভিস রেকর্ড রয়েছে।

English summary
Small private banks are giving more interests in FDs and savings A/Cs than SBI, HDFC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X