For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ফেরার ইঙ্গিত! এক ধাক্কায় ঊর্ধমুখী শেয়ার বাজার

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষার প্রভাব পড়ল শেয়ার বাজারেও। এদিন বাজার খোলার সময় শুক্রবারের বন্ধ হওয়া থেকে ৯৬২.১২ পয়েন্ট বেশিতে খোলে। সেই
সময় শেয়ার বাজার ছিল ৩৮,৮৯২.৮৯ পয়েন্টে। নিফটিও ২৮১.৬০ পয়েন্ট বেশিতে খোলে। বাজার শুরুর সময় নিফটি ছিল ১১৬৮৮.৮০ পয়েন্টে।

বুথ ফেরত সমীক্ষার ফল! এক ধাক্কায় ঊর্ধমুখী শেয়ার বাজার

এদিন ভারতীয় মুদ্রার দামও বেড়েছে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৭০.২২ টাকা। এদিন টাকার মূল্য ৭৩ পয়সা বেড়ে হয়েছে ৬৯.৪৯ টাকা।
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসসি সেনসেক্স ছিল ৩৭,৯৩১ পয়েন্টে আর নিফটি ছিল ১১,৪০৭ পয়েন্টে।

সোমবার বাজার বন্ধ হওয়ায় সময় বিএসসি সেনসেক্স ছিল ৩৯,৩৫২ পয়েন্টে আর নিফটি ছিল ১১,৮২৮-এ। দেশের শেয়ার বাজারে এদিন যুক্ত হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকা।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভেটের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই চাঙ্গা টাকার দর! ][আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভেটের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই চাঙ্গা টাকার দর! ]

রবিবার সপ্তম তথা শেষ দফা ভোট সম্পন্ন হওয়ার পরেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হতে থাকে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপির তরফে ফের সরকার গড়ার ইঙ্গিত দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এনডিএ ২৭৭-এর বেশি আসন পেতে পারে বলে জানানো হয়। এরই প্রভাব গিয়ে পড়ে শেয়ার বাজারে।

[আরও পড়ুন:উত্তরপূর্বেও গেরুয়া ঝড়! একনজরে অসমের বুথ ফেরত সমীক্ষার ফল][আরও পড়ুন:উত্তরপূর্বেও গেরুয়া ঝড়! একনজরে অসমের বুথ ফেরত সমীক্ষার ফল]

English summary
Share market surges about 950 points due to exit poll prediction for the victory of NDA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X