For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয়বার ক্ষমতায় মোদী! সাড়া জাগিয়েও পড়ল শেয়ার বাজার

এবার ভোট গণনায় প্রাইমারি ট্রেন্ডের প্রভাব পড়ল শেয়ার বাজারেও। এদিন বাজার ৫৭৮ পয়েন্ট বেশিতে খোলে। সেইসময় শেয়ার বাজার ছিল ৩৯,৬৮৮.২২ পয়েন্টে। নিফটিও ১৬৯ পয়েন্ট বেশিতে খোলে।

  • |
Google Oneindia Bengali News

এবার ভোট গণনায় প্রাইমারি ট্রেন্ডের প্রভাব পড়ল শেয়ার বাজারেও। এদিন বাজার ৫৭৮ পয়েন্ট বেশিতে খোলে। সেই সময় শেয়ার বাজার ছিল ৩৯,৬৮৮.২২ পয়েন্টে। নিফটিও ১৬৯ পয়েন্ট বেশিতে খোলে। বাজার শুরুর সময় নিফটি ছিল ১১৯০৭ পয়েন্টে। যদিও পরবর্তী যত সময় যাচ্ছে বাজারও তত বাড়ছে। বেলা দশটার মধ্যে মুম্বই শেয়ার বাজার ৭৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ৩৯,৯০১.৫৯-তে এবং নিফটি পৌঁছে গিয়েছে ১১,৯৬৮.৯৫-এ। যদিও দিনের শেষে বাজার নেমে যায় বুধবারেরও নিচে।

গণনায় প্রাইমারি ট্রেন্ডে মোদী ফেরার আভাস! চড় চড় করে বাড়ছে শেয়ার বাজার

এর পরবর্তী পর্যায়েও বাড়তে থাকে শেয়ার বাজারের পয়েন্ট। এদিনই প্রথমবার তা ৪০ হাজার পার করে যায়। অন্যদিকে নিফটি পার করে যায় ১২ হাজার পয়েন্ট।

বুথ ফেরত সমীক্ষার প্রভাব সোমবার পড়েছিল শেয়ার বাজারে। এদিন বাজার খোলার সময় শুক্রবারের বন্ধ হওয়া থেকে ৯৬২.১২ পয়েন্ট বেশিতে খোলে। সেই সময় শেয়ার বাজার ছিল ৩৮,৮৯২.৮৯ পয়েন্টে। নিফটিও ২৮১.৬০ পয়েন্ট বেশিতে খোলে। বাজার শুরুর সময় নিফটি ছিল ১১৬৮৮.৮০ পয়েন্টে।

যদিও বাজার বন্ধ হওয়ার সময়, মুম্বই সেনসেক্স বুধবারের থেকে ২৯৮.৮২ পয়েন্ট নিচে নেমে যায়। ৩৮৮১১.৩৯-এ গিয়ে বন্ধ হয়। অন্যদিকে, নিফটিও নেমে যায়। বুধবারের থেকে ৫৫.৪০ পয়েন্ট নিচে ১১৬৮২.৫০-তে গিয়ে বন্ধ হয়।

রবিবার সপ্তম তথা শেষ দফা ভোট সম্পন্ন হওয়ার পরেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হতে থাকে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপির তরফে ফের সরকার গড়ার ইঙ্গিত দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এনডিএ ২৭৭-এর বেশি আসন পেতে পারে বলে জানানো হয়। এরই প্রভাব গিয়ে পড়ে শেয়ার বাজারে।

[আরও পড়ুন: আমেঠিতে রাহুল গড়ে স্মৃতির থাবা! জমজামাট ভোট অঙ্কে যা উঠে আসছে][আরও পড়ুন: আমেঠিতে রাহুল গড়ে স্মৃতির থাবা! জমজামাট ভোট অঙ্কে যা উঠে আসছে]

বৃহস্পতিবার গণনার শুরুর দিকে প্রাথমিক ট্রেন্ডে প্রথম থেকেই এগিয়ে যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট হওয়া ৫৪২ টি আসনের মধ্যে ৫৩১ টি আসনের প্রাথমিক ফলাফলের নিরিখে ৩১৪ টি আসনে এগিয়ে যায় এনডিএ। ইউপিএ এগিয়ে যায় ১১২ টি আসনে। অন্যরা এগিয়ে রয়েছে ১০৫ টি আসনে। যদিও এই ফল অনেকটাই প্রাথমিক ট্রেন্ড। পুরো ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

[আরও পড়ুন: রাজ্যে কি মিলতে যাচ্ছে এক্সিট পোলের ফল! একনজরে প্রাথমিক ট্রেন্ড][আরও পড়ুন: রাজ্যে কি মিলতে যাচ্ছে এক্সিট পোলের ফল! একনজরে প্রাথমিক ট্রেন্ড]

English summary
Share market surges about 900 points due to primary trends in counting for the victory of NDA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X