For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bank Service Charge: যেসব পরিষেবাগুলি বিনামূল্যে পাওয়া যায় না, দিতে হয় টাকা

রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি ব্যাঙ্কগুলি (Bank) পরিষেবা (service) দিয়ে থাকে। অফলাইন এবং অনলাইন দুভাবেই পরিষেবা পাওয়া যায়। তবে প্রায় কোনও পরিষেবাই বিনামূল্যে পাওয়া যায় না। সমস্ত পরিষেবার জন্য ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কা

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি ব্যাঙ্কগুলি (Bank) পরিষেবা (service) দিয়ে থাকে। অফলাইন এবং অনলাইন দুভাবেই পরিষেবা পাওয়া যায়। তবে প্রায় কোনও পরিষেবাই বিনামূল্যে পাওয়া যায় না। সমস্ত পরিষেবার জন্য ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কাছ থেকে চার্জ (Charge) নেয়। এইরকম বেশ কয়েকটি পরিষেবা একনজরে, যেগুলিতে গ্রাহকদের থেকে টাকা নেয় ব্যাঙ্কগুলি।

নগদ লেনদেন

নগদ লেনদেন

প্রতিটি ব্যাঙ্ক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নগদে লেনদেনের সুবিধা বিনামূল্যে দিয়ে থাকে। সীমা পেরিয়ে গেলেই অর্থাৎ নির্দিষ্ট সীমার বেশি লেনদেন হলেই চার্জ দিতে হয়। প্রতিটি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এই চার্জ পরিবর্তিত হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই চার্জ ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ন্যূনতম ব্যালেন্স

ন্যূনতম ব্যালেন্স

প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যালেন্স রাখতে হয়। যদি তা কম থাকে, তাহলে ন্যূনতম ব্যালেন্স চার্জ দিতে হয়। বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স হল ১০ হাজার টাকা। এর কম হলেই চার্জ কাটা হয়। তবে একেক ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের সীমা একেক রকমের এবং তাদের চার্জের পরিমাণও আলাদা।

আইএমপিএস চার্জ

আইএমপিএস চার্জ

ব্যাঙ্কগুলি গ্রাহকদের এনইএফটি এবং আরটিজিএস লেনদেনের সুবিধা বিনামূল্যে দিয়ে থাকে। কিন্তু আইএমপিএস লেনদেনের জন্য চার্জ দিতে হয়। এই চার্জ ১ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে।

চেক ক্লিয়ারেন্স চার্জ

চেক ক্লিয়ারেন্স চার্জ

কোনও চেক যদি ১ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে কোনও চার্জ দিতে হয় না। কিন্তু এর থেকে বেশি হলে ক্লিয়ারেন্স চার্জ দিতে হয়। এই চার্জ ১৫০ টাকা। অন্যদিকে এসবিআই তাদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য ১০ টি চেক বিনামূল্যে দিয়ে থাকে। এর থেকে বেশি চেকের জন্য চার্জ দিতে হয়।

এটিএম লেনদেনে চার্জ

এটিএম লেনদেনে চার্জ

এটিএম থেকে নগদে টাকা তোলার সুবিধা বিনামূল্যে পাওয়া গেলেও, তা নির্দিষ্ট সংখ্যার বেশি হয়ে গেলে চার্জ দিতে হয়। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের চার্জের পরিমাণ বিভিন্ন। এই চার্জের পরিমাণ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত হতে পারে।

এসএমএস

এসএমএস

অ্যাকাউন্টে টাকা জমা কিংবা ডেবিট হলে ব্যাঙ্কের তরফে একটি বার্তা দেওয়া হয়। এর জন্য ব্যাঙ্কগুলি চার্জ নিয়ে থাকে। এই চার্জ খুবই কম হওয়ায় বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না। বেসরকারি ব্যাঙ্কের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক প্রতিমাসে ৫ টাকা এবং আইসিআইসিআই প্রতি তিন মাসে ১৫ টাকা করে সার্ভিস চার্জ নিয়ে থাকে। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই চার্জ বিভিন্ন।

কার্ড রিপ্লেসমেন্ট

কার্ড রিপ্লেসমেন্ট

কোনও গ্রাহক যদি ডেবিট কার্ড হারিয়ে থাকেন, তাহলে কার্ড পেতে চার্জ দিতে হয়। এই চার্জ ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হতে পারে। এব্যাপারেও প্রতিটি ব্যাঙ্ক আলাদা আলাদা চার্জ নিয়ে থাকে।

বাগুইআটিতে দুই ছাত্রের হত্যায় 'বাহাত্তুরে' সৌগতর আলটপকা মন্তব্য! পরিবারের প্রশ্নে ব্যাকফুটে তৃণমূল সাংসদবাগুইআটিতে দুই ছাত্রের হত্যায় 'বাহাত্তুরে' সৌগতর আলটপকা মন্তব্য! পরিবারের প্রশ্নে ব্যাকফুটে তৃণমূল সাংসদ

English summary
Several Bank services are not free, customer has to give charges for these.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X