For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধস শেয়ার বাজারে, ৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটিতেও চরম ধাক্কা

ফের শেয়ার বাজারে বড় ধস। ৭০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। সৌদিতে তেলের কারখানায় ড্রোন হামলার কারণেই শেয়ার বাজারে এই ধস বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ ৮০ শতাংশ তেলই সৌদি আরব থেকে আমদানি করে ভারত।

Google Oneindia Bengali News

ফের শেয়ার বাজারে বড় ধস। ৭০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। সৌদিতে তেলের কারখানায় ড্রোন হামলার কারণেই শেয়ার বাজারে এই ধস বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ ৮০ শতাংশ তেলই সৌদি আরব থেকে আমদানি করে ভারত। তাই ড্রোন হামলার পর থেকেই প্রমাদ গুণতে শুরু করেছিল ভারতের ব্যবসায়ী। উ‌ৎসবের মুখে শেয়ার বাজারের বিপুল পতন বড় ধাক্কা বলে মনে করছেন তাঁরা।

ফের ধস শেয়ার বাজারে, ৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটিতেও চরম ধাক্কা


সেকারণেই আশঙ্কা সত্যি করেই দুপুরের পর থেকে পড়তে শুরু করে শেয়ার বাজার। কমতে কমতে প্রায় ৭০০ পয়েন্ট নিচে নেমে গিয়েছে। নিফটি নেমেছে প্রায় ৫০ পয়েন্ট। যা বছরের সর্বনিম্ন বলেই দাবি করেছেন অর্থনীতিবিদরা। তেলের দাম অস্বাভিক হারে বাড়তে শুরু করেছে। যার জেরে অধিকাংশ কোম্পানির শেয়ারই পড়তে শুরু করে। শেয়ারের কারবারিরা জানিয়েছেন ৩০টি সংস্থার শেয়ারের মধ্যে মাত্র দুটি সংস্থার শেয়ার আজ লাভের মুখ দেখেছে।

নিফটির অবস্থা তো আরও করুন। ৪৪টি সংস্থার চরম ক্ষতি স্বীকার করতে হয়েছে। ৫০ বাস্কেট শেয়ার পড়েছে নিফটিতে। চলতি বছরে যা সর্বনিম্ন বলে দাবি। শেয়ার বাজারের পতনে সবচেয়ে ক্ষতি স্বীকার করেছে এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলােয়ন্স ইন্ডাস্ট্রি, টাটা কনসালটেন্সি, স্টেট ব্যাঙ্কের মতো বড় সংস্থাগুলির শেয়ার পড়েছে।

নিফটিতেও খারাপ হাল অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, মারুিত সুজুকি, ইনন্ডিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কের। প্রায় ৫০ বাস্কেট শেয়ার পড়েছে নিফটিতে।

English summary
Sensex traded 604 points or 1.6 per cent lower
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X