For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ারবাজারে ফের পতন, অনেকটা নামল সেনসেক্স, পড়ল নিফটিও

ফের একবার শেয়ার বাজারে পতন। ৫০০ পয়েন্ট নিচে নেমে ৩৮ হাজার পয়েন্টের নিচে এদিন থামল সেনসেক্স। নিফটি থামল ১১, ৪০০ পয়েন্টে। নিফটি এদিন ১০০ পয়েন্ট নিচে দিন শেষ করেছে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার শেয়ার বাজারে পতন। ৫০০ পয়েন্ট নিচে নেমে ৩৮ হাজার পয়েন্টের নিচে এদিন থামল সেনসেক্স। নিফটি থামল ১১, ৪০০ পয়েন্টে। নিফটি এদিন ১০০ পয়েন্ট নিচে দিন শেষ করেছে।

শেয়ারবাজারে ফের পতন, ৫০০ পয়েন্ট নামল সেনসেক্স

উইপ্রো, সান ফার্মা, এইচসিএল টেকনোলজি-র মতো সংস্থা এদিন বাজারে দারুণ ভালো পারফর্ম করেছে। অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, টাইটান, ইন্ডিয়াবুলস হাউসিংয়ের মতো সংস্থা বেশ কিছুটা নেমে গিয়েছে।

এশিয়ার বাজারে সেভাবে কোনও বড় ঘটনা না ঘটায় ও ওয়াল স্ট্রিটও বড় কোনও লাফ না দেওয়ায় ভারতের বাজারে তার প্রভাব পড়েছে। বাণিজ্য যুদ্ধের খবরের প্রভাব ওয়াল স্ট্রিটের উপরে পড়েছে। তার প্রভাব আবার ভারতের বাজারে পড়েছে।

শোনা গিয়েছে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০০ বিলিয়ন ডলারের ট্যারিফ চিনা আমদানির উপরে বসাতে চলেছেন। অন্তত ১০ শতাংশ ট্যারিফ বসানো হবে। যার প্রেক্ষিতে চিনের প্রশাসন স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর বসালে প্রস্তাবিত বাণিজ্য বৈঠকে তাঁরা অংশ নেবেন না।

এদিকে এদিন ফের টাকার দাম পড়ে ৭২.৬৪ টাকায় নেমে যায়। শেষদিকে তা কিছুটা উঠে ৭২.৪৮ টাকায় থেমেছে। শুক্রবার বাজার বন্ধের সময় তা ৭১.৮৫ টাকায় বন্ধ হয়েছিল।

English summary
Sensex tanks 500 points, Nifty below 11,400 points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X