রেকর্ড বৃদ্ধি শেয়ারবাজারে, প্রথমবার ৩৯ হাজারের সূচক পেরোল শেয়ার বাজার
এই প্রথমবার ৩৯ হাজার পয়েন্টের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। এদিন বাজার খুলতেই ৩০০ পয়েন্টের বেশি ওপরে উঠে যায় সেনসেক্স। মেটাল, অটো ও ফিনান্সিয়াল স্টক ইতিবাচক শুরু করাতেই শেয়ার বাজারে তৈরি হল নয়া রেকর্ড। এদিন নিফটিও অনেকটা ওপরে উঠে ছুঁয়ে ফেলল ১১৭০০ পয়েন্টের সীমা।

এদিন শেয়ার বাজারে সকাল সকাল খুব ভালো ফল করেছে টাটা স্টিল, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার। এদিন নিফটি উঠেছে ৬২.৬০ পয়েন্ট।
Sensex touches all time high, crosses 39,000 mark. It is currently at 39,007.95, up by +335.04 points. pic.twitter.com/SBNqkF7dmn
— ANI (@ANI) April 1, 2019
এশীয় বাজার এদিন ইতিবাচক শুরু করেছে। চিন-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা চলছে। চিনে উৎপাদন শিল্পে বড় বিনিয়োগের সম্ভাবনা থেকেই বাজার চাঙ্গা হয়েছে। বাণিজ্য নিয়ে চিন-মার্কিন যে চাপান-উতোর চলছিল তা কিছুটা স্তিমিত হয়েছে। দুই পক্ষই আলোচনার টেবলে বসতে রাজি হয়েছে।
শুক্রবারই সেনসেক্স অনেকটা ওপরে উঠে দিন শেষ করে। ফে সপ্তাহান্তেই বিনিয়োগকারীদের আশা অনেকটা বেড়ে গিয়েছিল। আর এদিন বাজার খুলতেই শেয়ার বাজারে নয়া ইতিহাস সৃষ্টি হল।
[আরও পড়ুন:মিশে যাচ্ছে ৩ ব্যাঙ্ক! দেশের ৩য় বৃহত্তম ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ]