For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষার ধাক্কা! ধস শেয়ার বাজারে

বুথ ফেরত সমীক্ষার ফল শেয়ার বাজারেও। এদিন বাজার ৬৫০ পয়েন্ট নিচে অর্থাৎ ৩৫,০১৬-তে খোলে। সেনসেক্স খুলেছে ১.৭ % নিচে।

  • |
Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষার ফল শেয়ার বাজারেও। এদিন বাজার ৬৫০ পয়েন্ট নিচে অর্থাৎ ৩৫,০১৬-তে খোলে। সেনসেক্স খুলেছে ১.৭ % নিচে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপি ও কংগ্রেসের জোর লড়াই। আর রাজস্থানে ক্ষমতায় আসছে কংগ্রেস।

বুথ ফেরত সমীক্ষার ধাক্কা! ধস শেয়ার বাজারে

পাঁচ রাজ্যে ভোটের ফল বের হবে মঙ্গলবার। তার আগে এদিন পড়েছে টাকার দাম। শুক্রবার টাকার দাম ছিল ডলার পিছু ৭০.৮২ টাকা। সোমবার বাজার খোলার সময় তা ছিল ৭১.২৩ টাকা।

এদিন বাজার খোলার পর ৩০ টি নির্দিষ্ট শেয়ারের মধ্যে ২৮ টির দাম ছিল নিচে। টিসিএস এবং উইপরোর দাম ছিল তুলনামূলকভাবে ওপরে।

অনেক বিশেষজ্ঞ বলছেন, রাজ্যগুলির ভোটের ফলের ওপর বাজার নির্ভর করছে। ফল বেরনোর পর কিছুটা পরিবর্তন হবে। তবে তা শেয়ার বাজারের ওপর দীর্ঘ মেয়াদি কোনও প্রভাব ফেলবে না। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন বিনিয়োগকারীদের
সতর্ক থাকতে হবে। পাঁচ রাজ্যে ভোটের ফল কী হয়, সেদিকে নজর রাখতে হবে।

এদিন একদিকে যেমন টাকার দাম করেছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্টের তেলের দাম বেড়েছে ০.২%। ব্যারেল পিছু দাম দাঁড়িয়েছে ৬১.৭৯ ডলার।

English summary
Sensex slumps 650 points, Nifty breaches 10,500 as exit polls predict close race
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X