For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেটলির বাজেট পেশের মধ্যেই সেনসেক্সের ভোলবদল, কমল টাকার দাম

ইক্যুইটি বাজারে বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন-এ কর বসানোর কথা ঘোষণা করতেই সেনসেক্স একেবারে গোত্তা খেয়ে নিচে নেমে গেল।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট জনমোহিনী হবে না। আগের জানিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে হেঁটেই গ্রামীণ পিছিয়ে পড়া দরিদ্র জনসংখ্যাকে মাথায় রেখে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। উচ্চবিত্ত ও উত্ত মধ্যবিত্তদের জন্য বড় কোনও সুবিধা না দিয়ে পুরো ফোকাসটাই জারি রইল সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য।

জেটলির বাজেট পেশের মধ্যেই সেনসেক্সের ভোলবদল, কমল টাকার দাম

ইক্যুইটি বাজারে বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন-এ কর বসানোর কথা ঘোষণা করতেই সেনসেক্স একেবারে গোত্তা খেয়ে নিচে নেমে গেল। সেনসেক্স নামল ৩০০ পয়েন্ট এদিকে নিফটি নামল ৫০ পয়েন্ট। সেনসেক্স একসময়ে নেমে গিয়েছিল ৩৫ হাজার ৫৫৯ পয়েন্টে।

তবে ফের চাঙ্গা হতে শুরু করেছে বাজার। আবার বেড়ে ইতিমধ্যে ৩৬ হাজারের সীমা অতিক্রম করে ফেলেছে সেনসেক্স। এই মুহূর্তে সেনসেক্স ৩৬ হাজার ৫০ পয়েন্টে রয়েছে। আগের অবস্থা অনেকটাই সামাল দেওয়া গিয়েছে।

এদিকে ইক্যুইটি বাজারে ধস নামায় টাকার দাম ডলারের সাপেক্ষে পড়ে গিয়েছে। ০.৪ শতাংশ দাম পড়েছে। ১ লক্ষ টাকার বেশি ইক্যুইটি বাজারের ক্ষেত্রে ১০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেইন ধরা হয়েছে বাজেটে। যার ফলে ৬৩.৫৯ টাকা থেকে ডলারের দাম বেড়ে ৬৩.৮৯ টাকা হয়ে গিয়েছে।

English summary
Sensex and Nifty dribbling after FM Arun Jaitley tabled Union Budget 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X