For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সূচক ছাড়াল সেনসেক্স, নিফটি-রও নয়া রেকর্ড

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। নিফটি বাজার বন্ধের সময় থামল ১০ হাজার ৭৫৭ পয়েন্টে।

  • |
Google Oneindia Bengali News

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। নিফটি বাজার বন্ধের সময় থামল ১০ হাজার ৭৫৭ পয়েন্টে। এদিন আইসিআইসিআই, ইনফোসিসের বাজার চাঙ্গা হতেই চড়চড় করে উপরে উঠতে থাকে শেয়ার বাজার।

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সূচক ছাড়াল সেনসেক্স

গতবছরে এই সময়ে বাজারের অবস্থা বিশেষ ভালো ছিল না। নোট বাতিলের জেরে কিছুটা থমকে ছিল। তবে এবছর শুরু থেকেই ভালোভাবে শুরু হয়েছে মার্কেটের যাত্রা।

এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫, ০০২.৭৮ পয়েন্ট। বেড়েছে ২৩১.৭৩ পয়েন্ট। নিফটি ছিল ১০,৭৫৭.০৫ পয়েন্ট। বেড়েছে ৫৬.৬০ পয়েন্ট।

ইনফোসিসের পাশাপাশি টিসিএস, এইচসিএল, টেক মাহিন্দ্রার শেয়ার একবছরে সর্বোচ্চ সীমা ছোঁয়। এদিন ব্যাঙ্কিং সেক্টরের স্টকও ভালো ফল করেছে। এসবিআইয়ের বৃদ্ধি হয়েছে ৩.৭ শতাংশ, অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক ৩.৯ শতাংশ ও আইসিআইসিআই ব্যাঙ্কের স্টকের বৃদ্ধি হয়েছে ২.৭৩ শতাংশ হারে।

English summary
Sensex hits 35,000-mark, Nifty above 10750, bank, IT stocks rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X