For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নিম্নমুখী শেয়ারবাজার! মুম্বই সেনসেক্স পড়ল ৪৭০ পয়েন্ট

ফের নিম্নমুখী শিয়ারবাজার। এদিন মুম্বই সেনসেক্স ৪৭০.৪১ পয়েন্ট পড়ে যায়। শতাংশের নিরিখে তা ১.২৯।

  • |
Google Oneindia Bengali News

ফের নিম্নমুখী শিয়ারবাজার। এদিন মুম্বই সেনসেক্স ৪৭০.৪১ পয়েন্ট পড়ে যায়। শতাংশের নিরিখে তা ১.২৯। বাজার বন্ধ হয় ৩৬,০৯৩.৪৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি ১৩৫.৯০ পয়েন্ট কমে দিয়ে বাজার বন্ধ হয়। শতাংশের নিরিখে যা ১.২৫। বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ছিল ১০,৭০৪.৮০ পয়েন্টে। যা ৭ মাসের সর্বনিম্ন বলেই জানা যাচ্ছে।

ফের নিম্নমুখী শেয়ারবাজার! মুম্বই সেনসেক্স পড়ল ৪৭০ পয়েন্ট

ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা ছাড়া ১৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বড় কোনও ঘোষণা করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, ঘোষণায় কমতি থেকে যাওয়ায় আগের দিনের থেকে এদিন বাজার নিচে বন্ধ হয়েছে।

অন্যদিকে, জিএসটি ফিটমেন্ট কমিটির সুপারিশও বেশ কিছু সেক্টরের ওপর কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে ২০ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকেই আশা করছেন জিএসটি কাউন্সিলের বৈঠকে অটো সেক্টরের ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে যদি এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সরকারও একটা বড় পরিমাণ কর হারাবে।

English summary
Sensex falls 470 pts, Nifty at 7-month low on 19th September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X