For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট বাঁধতেই ইন্দ্রপতন সেনসেক্সের

জেডিএসের সঙ্গে জোট নিয়ে সদর্থক ইঙ্গিত দেয় কংগ্রেস। যে খবর ছড়িয়ে যাওয়ার পরই সেনসেক্সের পতন শুরু হয়।

  • |
Google Oneindia Bengali News

বাজার খোলার সময় এদিন সেনসেক্স কেমন হবে তা নিয়ে অনেক মতামত ছিল। বেলা গড়াতে স্পষ্ট হতে শুরু করে যে বিজেপি কর্ণাটকে একক ক্ষমতায় সরকার গড়তে পারে। আর সেই ট্রেন্ড দেখেই শেয়ার বাজার চড়চড় করে উপরে উঠে যায়। একসময়ে অনেকটা বেড়ে প্রায় ৩৬ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সূচক। তবে দুপুরের পর দেখা যায় বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। শুরু হয়ে যায় কংগ্রেসের তৎপরতা।

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট বাঁধতেই ইন্দ্রপতন সেনসেক্সের

জেডিএসের সঙ্গে জোট নিয়ে সদর্থক ইঙ্গিত দেয় কংগ্রেস। জানানো হয়, জেডিএস সরকার গঠন করলে কংগ্রেস সবরকমভাবে সমর্থনে রাজি। যে খবর ছড়িয়ে যাওয়ার পরই সেনসেক্সের পতন শুরু হয়। শেষ অবধি চারশোর বেশি পয়েন্ট নিচে নেমে সেনসেক্স ৩৫, ৫৪৩ পয়েন্টে এসে থেমেছে। নিফটি থেমেছে ১০, ৮০১ পয়েন্টে।

[আরও পড়ুন: কর্ণাটক ভোটের ফলাফলের দারুণ প্রভাব শেয়ার বাজারে, দেখুন কী অবস্থা সেনসেক্সের][আরও পড়ুন: কর্ণাটক ভোটের ফলাফলের দারুণ প্রভাব শেয়ার বাজারে, দেখুন কী অবস্থা সেনসেক্সের]

এদিন ফার্মা, অটো ও ক্যাপিটাল গুডসের স্টক সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। টাটা মোটরসের শেয়ার ৫ শতাংশ নেমেছে। এছাড়াও লুপিন, এসবিআই, ইন্ডিয়াবুলসের শেয়ার ২ শতাংশ নেমেছে।

টাটা স্টিল, পাওয়ার গ্রিড, এশিয়ার পেইন্টস, বাজাজ ফিনান্স ১.৫ থেকে ২.৫ শতাংশ বেড়েছে।

তিনমাস পর থাকার পরে এপ্রিলে মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৪.৫৮ শতাংশ হারে। তার সঙ্গে পেট্রোলের দামও বেড়েছে। ফলে এসবের ধাক্কাও একসঙ্গে শেয়ার বাজারে এসে লেগেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

English summary
The Sensex and Nifty ended flat today amid uncertainty over government formation in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X