For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত মাসে সর্বনিম্ন সেনসেক্স, টলমল অবস্থায় নিফটি-ও, জোর ধাক্কা শেয়ার বাজারে

ঘরোয়া স্টক মার্কেটের অধঃপতন অব্যাহত। শুক্রবার সাত মাসে সর্বনিম্ন নামল সেনসেক্স। ৩৪০.৭৮ পয়েন্ট নেমে সেনসেক্স থামল ৩৩, ৩৪৯.৩১ পয়েন্টে।

  • |
Google Oneindia Bengali News

ঘরোয়া স্টক মার্কেটের অধঃপতন অব্যাহত। শুক্রবার সাত মাসে সর্বনিম্ন নামল সেনসেক্স। ৩৪০.৭৮ পয়েন্ট নেমে সেনসেক্স থামল ৩৩, ৩৪৯.৩১ পয়েন্টে। এদিকে নিফটিও ৯৪.৯০ পয়েন্ট নেমে দিনের শেষে থামল ১০, ০৩০.০০ পয়েন্টে।

সাত মাসে সর্বনিম্ন সেনসেক্স, টলমল অবস্থায় নিফটি-ও

এর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ইয়েস ব্যাঙ্ক, জেএসডব্লিউ স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক অ্যান্ড গ্রাসিমের মতো সংস্থার শেয়ার।

মোট ৩০টি স্টকের মধ্যে ২২টি লাল সীমানায় থেমেছে। টিসিএস, আইটিসি, কোটাক ব্যাঙ্কের মতো সংস্থাও এতে রয়েছে। ক্ষতির বোঝা পিঠে চেপেছে ইনফোসিসেরও।

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে টিসিএস, ইনফোসিসের সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। ইনফোসিস ২.১ শতাংশ পড়েছে, টিসিএস পড়েছে ২.৫ শতাংশ হারে।

English summary
Sensex Closes 340 Points Lower, Nifty Settles At 10,030
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X