For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের দ্বিতীয় দিনেই ধাক্কা শেয়ার বাজারে, সেনসেক্স নামল ৩৬ হাজারের নিচে

নতুন বছরের দ্বিতীয় দিনেই অনেকটা গোত্তা খেয়ে নিচে নামল সেনসেক্স।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের দ্বিতীয় দিনেই অনেকটা গোত্তা খেয়ে নিচে নামল সেনসেক্স। নিফটিও নামল বেশ কিছুটা। এদিন দুপুর নাগাদ সেনসেক্স নেমে যায় ৩৬ হাজারের সূচকের নিচে। নিফটি নামে ১১ হাজারের সূচকের নিচে। এদিন সেনসেক্স ৪০০ পয়েন্টের বেশি নেমে যায় একসময়। নিফটি অনেকটা নেমে ১০৭৫০ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। তবে পরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বাজার বন্ধের সময় কতটা ফারাক হয় সেটাই দেখার।

নানা ক্ষেত্রে দুর্বলতা

নানা ক্ষেত্রে দুর্বলতা

দুর্বল এশীয় বাজারের চিত্র দেখা যাচ্ছে বছরে শুরুতেই। বেশিরভাগ ট্রেডিংই নেতিবাচক পথে শুরু করেছে। সাংহাই, দক্ষিণ কোরিয়া, জাপানের বাজার নেতিবাচকভাবে শুরু করেছে।

কয়েকটি ক্ষেত্রে নেতিবাচক শুরু

কয়েকটি ক্ষেত্রে নেতিবাচক শুরু

সেনসেক্সের অধঃগতির পিছনে রয়েছে বেদান্ত, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, হিন্দালকোর খারাপ পারফরম্যান্স। চিনের দেশীয় ও রপ্তানি বাজার দুর্বল হয়েছে।

মোটরসে দুর্বল শুরু

মোটরসে দুর্বল শুরু

এইচার মোটরস, এম অ্যান্ড এম, টিভিএস মোটরস, টাটা মোটরস, হিরো মোটোকর্প, অশোক লেল্যান্ডের শেয়ার পড়েছে।

জিএসটি সংগ্রহ কমার প্রভাব

জিএসটি সংগ্রহ কমার প্রভাব

কেন্দ্রের রিপোর্ট বলছে, জিএসটি সংগ্রহ একমাস আগে ছিল ৯৭, ৬৩৭ কোটি টাকা। সেটা এমাসে কমে হয়েছে ৯৪, ৭২৬ কোটি টাকা। এটাও পরোক্ষে শেয়ার বাজারে প্রভাব ফেলেছে।

English summary
Sensex below 36,000 again, Nifty50 is not far behind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X