For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ এপ্রিল থেকে কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে জেনে নিন একনজরে

পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। এবারের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। এবারের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। যার ফলে বেশ কিছু জিনিসের দামে হেরফের হবে। কোনও জিনিসের দাম কমছে, আর কোনও জিনিসের দাম বাড়ছে। আগামী একবছর সেই দাম কার্যকর থাকবে। কী কী পরিবর্তন হল তা জেনে নেওয়া যাক একনজরে।

১ এপ্রিল থেকে কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে জেনে নিন একনজরে

যে জিনিসের দাম বাড়ছে

  • গাড়ি ও অটোমোবাইল
  • মোবাইল ফোন
  • রুপো ও সোনা
  • শাক-সবজি, ফলের জুস
  • সানগ্লাস, সেন্ট স্প্রে ও টয়লেট স্প্রে
  • ট্রাক ও বাস রেডিয়াল স্প্রে
  • সিল্ক ফেব্রিক, জুতো, কালার জেমস্টোন, হিরে, ইমিটেশন জুয়েলারি
  • স্মার্ট ওয়াচ, এলসিডি ও এলইডি টিভি প্যানেল
  • দাঁতের চিকিতসার নানা সরঞ্জাম, পেস্ট, পাউডার ডেন্টাল ফ্লস
  • আসবাবপত্র, ম্যাট্রেস, ল্যাম্প
  • হাত ঘড়ি, পকেট ঘড়ি, দেওয়াল ঘড়ি
  • ট্রাই সাইকেল, স্কুটার, হুইল টয়, ভিডিও গেম কনসোল
  • আউটডোর গেমের সরঞ্জাম, সুইমিং পুল ও প্যাডলিং পুলের সরঞ্জাম
  • সিগারেট ও লাইটার, মোমবাতি, ঘুড়ি
  • অলিভ অয়েল ও গ্রাউন্ড নাট অয়েল

যে জিনিসের দাম কমছে

  • কাঁচা কাজুবাদামের দাম কমছে ২.৫ শতাংশ হারে
  • সোলার গ্লাসের দাম কমছে
  • হিয়ারিং এইডের জিনিসের কাঁচামালের দাম কমছে
English summary
New financial year starts, See what will be expensive and what will be cheaper from 1st April 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X