For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই গ্রাহক হলে ১ নভেম্বর থেকে কতটা ক্ষতি, জেনে নিন একনজরে

দেশের সবথেকে বড় ঋণ প্রদানকারী ব্যাঙ্ক সামনের মাস থেকে জমা টাকায় সুদের হার কমাচ্ছে। ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার।

  • |
Google Oneindia Bengali News

দেশের সবথেকে বড় ঋণ প্রদানকারী ব্যাঙ্ক সামনের মাস থেকে জমা টাকায় সুদের হার কমাচ্ছে। ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকায় সুদ দেওয়া হবে ৩.২৫%। সুদের হারে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখনও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫%। তবে সেভিংস অ্যাকাউন্টে একলক্ষের ওপরে থাকলে, আগের সুদই বলবত রাখা হচ্ছে।

এসবিআই গ্রাহক হলে ১ নভেম্বর থেকে কতটা ক্ষতি, জেনে নিন একনজরে

এব্যাপারে আরও উল্লেখ করা যেতে পারে, এমাসের শুরুতে আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি রেপোরেট কাটছাট করার কথা জানায়। রেপোরেট কমানো হয় ২৫ বেসিস পয়েন্ট। রেপোরেট
কমে দাঁড়ায়. ৫.১৫%-এ।

আরবিআই রেপোরেট কমিয়ে দেওয়াতেই এসবিআই সুদের হারে পরিবর্তন ঘটায়। ফলে যেসব গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রয়েছে, তাদের ক্ষেত্রে বছরে ৩. ২৫ শতাংশ সুদ দেওয়া হবে। যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। তবে ১ লক্ষের ওপরে ডিপোজিট থাকলে সেক্ষেত্রে সুদের হার একই থাকছে। এক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ।

এমাসের শুরুতে এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট কমিয়েছিল। এছাড়াও মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেটেও ১০ বেসিস পয়েন্ট অবনম ঘটিয়েছিল তারা।

এসবিআই-এর ফিক্সড ডিপোজিট-এ দু কোটি কম ডিপোজিটে একবছর থেকে দুই বছর সময়ের ক্ষেত্রে বর্তমানে সুদের হার ৬.৪ শতাংশ। এর আগে যা ছিল ৬.৫ শতাংশ। কিন্তু বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৬.৯ শতাংশ। তবে এসবিআই-এর কর্মী এবং পেনশনাররা সবক্ষেত্রেই ১ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন।

English summary
SBI will give less interest in bank deposits from November 1. On the deposits in accounts with a balance up to Rs 1 lakh will earn 3.25 percent interest per annum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X