For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI: রাখতে হবে না মিনিমাম ব্যালেন্স, সেভিংস অ্যাকাউন্ট নিয়ে অজানা তথ্য জেনে নিন

SBI: রাখতে হবে না মিনিমাম ব্যালেন্স, সেভিংস অ্যাকাউন্ট নিয়ে অজানা তথ্য জেনে নিন

Google Oneindia Bengali News

জানেন কি এখন থেকে আর মিনিমাম ব্যলেন্স রাখার কোনও বাধ্যবাধকতা থাকছে না। এমনই নতুন নিয়ম কার্যকর করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নোট বাতিলের পর এসবিআইয়ের পক্ষ থেকে হঠাৎ করেই ন্যূনতম ব্যালেন্স রাখা নিয়ে নয়া নিয়ম জারি করেছিল এসবিআই। এখন আর সেই নিময় কার্যকর নয় বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স না রাখলে আর ফাইন কেটে নেবে না ব্যাঙ্ক।

SBI: রাখতে হবে না মিনিমাম ব্যালেন্স, সেভিংস অ্যাকাউন্ট নিয়ে অজানা তথ্য জেনে নিন

২০২০ সাল থেকেই নাকি এই নিয়ম কার্যকর করেছে এসবিআই। গ্রামীণ, শহরতলি, মেট্রো শহর কোনও ক্ষেত্রেই এই নিয়ম আর কার্যকর থাকছে না। আগে মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ৩০০০ হাজার টাকা করা হয়েছিল। শহরতলীর ক্ষেত্রে সেটা ছিল ১৫০০ টাকা আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে ছিল ৫০০ টাকা। এর কম টাকা থাকলে মোটা টাকা ফাইন করে কেটে নিত ব্যাঙ্ক। নোট বাতিলের পর পরেই এই নির্দেশিকা জারি করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

এই নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল গ্রাহকদের মধ্যে। বিশেষ করে মেট্রো শহরে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমানটা অনেকটাই ছিল সেকারণেই আরও বেশি সমস্যা হচ্ছিল গ্রাহকদের। এই নিয়ে অনেকে আপত্তি জানিয়েছিলেন। ৪০ কোটি গ্রাহক রয়েছে এসবিআইয়ের গোটা দেশে। সেই নীতি থেকে সরে এসে আবার আগের নিয়মেই ফিরে গিয়েছে তারা। এবার থেকে আর কোনও রকম টাকা কাটা হবে না। থাকছে না ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও নিয়মও।

এদিকে দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে পর পর চারবার রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জেরে আরডির সুদের পরিমানও বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে গত ৮ ডিসেম্বর রোপোরেট বাড়ামনোর কথা জানানো হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই রেপোরেট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। করোনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা। সেই সঙ্গে টাকার দামের রেকর্ড পতন আর পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে জিনিসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এক বছরে চারবার বেড়েছে রেপোরেট।

English summary
SBI savings accounts holders now no need have minimum balance money in heir account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X