For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশেষজ্ঞদের অবাক করে এসবিআইয়ের ত্রৈমাসিক রাজস্ব ক্ষতি ২৪১৬ কোটি টাকা

দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই এবার দারুণ ক্ষতির মুখে পড়েছে। গত ডিসেম্বর ত্রৈমাসিকে ক্ষতি হয়েছে মোট ২৪১৬ কোটি টাকা। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই এবার দারুণ ক্ষতির মুখে পড়েছে। গত ডিসেম্বর ত্রৈমাসিকে ক্ষতি হয়েছে মোট ২৪১৬ কোটি টাকা। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বলে জানানো হয়েছে। তার আগের বছরে এই সময়ে এসবিআইয়ের লাভ হয়েছিল ২৬১০ কোটি টাকা।

এসবিআইয়ের ত্রৈমাসিক রাজস্ব ক্ষতি ২৪১৬ কোটি টাকা

যদিও বিশেষজ্ঞরা গতবছরের ডিসেম্বরে এসবিআইয়ের ২০৫৯.৪ কোটি টাকা লাভ হবে বলে আশাপ্রকাশ করেছিলেন। তবে বাজে ঋণ ও বন্ডের জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার।

গতবছরের শেষের ত্রৈমাসিকে অলাভজনক সম্পত্তি (এনপিএ) বেড়েছে ১.‌৯৯ লক্ষ কোটি টাকা। যেখানে গতবছর এসবিআইয়ের এনপিএ ছিল মাত্র ১.‌০৮ লক্ষ কোটি টাকা। রিপোর্ট পেশের পর স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, বন্ডের নিয়মনীতি আরও কঠিন হওয়ার ফলেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে স্টেট ব্যাঙ্ককে।

এসবিআই সূত্রে বলা হয়েছে, ২০১৬ সালের ডিসেম্বরে বাজে ঋণের পরিমাণ যেখানে ৭.২৩ শতাংশ ছিল তা ২০১৭ সালের ডিসেম্বরে বেড়ে ১০.৩৫ শতাংশ হয়েছে।

English summary
SBI reports surprise quarter 3 loss at Rs 2,416 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X