For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনে আরবিআই, দায়িত্ব নিতে এগিয়ে এসবিআই

ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনে আরবিআই-এর প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে এসবিআই। এসবিআই ২৪০০ কোটি টাকায় ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিতে পারে।

  • |
Google Oneindia Bengali News

ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনে আরবিআই-এর প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে এসবিআই। এসবিআই ২৪০০ কোটি টাকায় ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিতে পারে। তবে আগামী ৩ বছরে কোনও মতেই তারা নিজেদের অংশীদারিত্ব ২৬ শতাংশের নিচে নামাবে না বলে শর্ত দিয়েছে তারা।

ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনে আরবিআই, দায়িত্ব নিয়ে এগিয়ে এসবিআই

আরবিআই-এর প্রস্তাবিত প্রকল্পে দেখা গিয়েছে, মূলধন পরিবর্তন করে ৫০০০ কোটি এবং পেইড আপ ক্যাপিটাল ৪৮০০ কোটি করার প্রস্তাব রাখা হয়েছে। আর ৪৯ শতাংশ অংশীদারিত্ব নিতে এসবিআই ২৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

সূত্রের খবর অনুযায়ী, আগেকার ম্যানেজমেন্ট মূলধনের ব্যাপারে বলেছিল ২ বিলিয়ন ডলারের কথা।

অন্যদিকে আরবিআই-এর নিয়োগ করা প্রশাসক ব্যাঙ্কের জন্য নতুন পরিচালন পর্যদ তৈরি করবে। যেখানে এসবিআই-এর দুজন প্রতিনিধি থাকবেন। নতুন বোর্ড কমকরে একবছর কাজ চালাবে।

এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন বন্ধ করা হবে না ইয়েস ব্যাঙ্ক। কর্মীরাও কাজ করে যাবেন।

এই সংকটের মধ্যেই এবার শুক্রবার আরবিআই-র তরফে শক্তিকান্ত দাস বলেন যে ইয়েস ব্যাংক সম্পর্কে সিদ্ধান্ত খুব দ্রুতগতিতেই নেওয়া হবে। আগামী রেজোলিউশনের জন্য ৩০ দিনের একটা সময় সীমাও বরাদ্দ করা হয়েছে।

"বৃহত্তর" পর্যায়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তটি নেওয়া হবে জানান আরবিআইয়ের গভর্নর। তিনি আরও বলেন, আর্থিক ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমানে আরবিআইয়ের অনুমতি ছাড়া তোলা যাবে না বেশি টাকা। লিখিত অনুমতি ছাড়া তোলা যাবে না ৫০ হাজারের বেশি অর্থ। অন্যদিকে চিকিৎসা, বিদেশে পড়তে যাওয়া-সহ কিছু ক্ষেত্রে ছাড় থাকছে বলেও জানা গেছে।

English summary
SBI is likely to buy 49 percent stake in Yes Bank and pump Rs 2400 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X