For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI-তে Salary অ্যাকাউন্ট আছে? ঘরে বসেই ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণে জন্য আবেদনের সুবিধা

SBI-তে Salary অ্যাকাউন্ট আছে? ঘরে বসেই ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণে জন্য আবেদনের সুবিধা

  • |
Google Oneindia Bengali News

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বৃহত্তম ঋণদানকারী সংস্থা এসবিআই (sbi) তাদের ডিজিটাল অবতার YONO-র মাধ্যমে এক্সপ্রেস ক্রেডিটের (Xpress Credit) ঘোষণা করেছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক (bank) জানিয়েছে, তাদের তনু পণ্য রিয়েল টাইম এক্সপর্রেস ক্রেডিট বেতনভুক গ্রাহকদের কোনো কাগজপত্র ছাড়াই ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের (personal loan) সুবিধা দেবে।

শাখায় না গিয়েই ঋণ

শাখায় না গিয়েই ঋণ

ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিটের অধীনে গ্রাহকরা এখন শাখায় না গিয়েই ঋণ নিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হবে কাগজবিহীন। অনলাইনে আটটি ঝাপের মাধ্যমে
বেতনভুক গ্রাহকরা এই সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং ব্যাঙ্ক, প্রতিরক্ষা বিভাগের বেতনভুক গ্রাহকরা রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিটের অধীনে আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে ক্রেডিট চেক, যোগ্যতা, অনুমোদন এবং ডকুমেন্টেশন রিয়েল-টাইমে
ডিজিটালি সম্পন্ন করা হবে।

ঋণ নিয়ে এসবিআই চেয়ারম্যান

ঋণ নিয়ে এসবিআই চেয়ারম্যান

এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ খারা বলেছেন, তারা YONO-তে যোগ্য বেতনভুক গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট ঋণ সুবিধা চালু করতে পেরে আনন্দিত। এক্সপ্রেস ক্রেডিট পণ্যটি তাদের গ্রাহকদের একটি ডিডিটাল,
ঝামেলামুক্ত এবং কাগজহীন অভিজ্ঞতা দেবে বলেও জানিয়েছে তিনি। এসবিআই-এর চেয়ারম্যান বলেছেন, ব্যাঙ্কিং সহজ করার জন্য গ্রাহকদের প্রযুক্তির মাধ্যমে উন্নত ডিজিটাল ব্যাঙ্কিং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেন।

কাগজহীন ঋণ

কাগজহীন ঋণ

ব্যাঙ্কের তরপে বলা হয়েছে, এক্সপ্রেস ক্রেডিট ডিজিটালাইজেশন আরও বেশি সংখ্যক গ্রাহকে ডিজিটাল ব্যাঙ্কিং গ্রহণ করতে উৎসাহিত করবে। ঋণের জন্য প্রচুর কাগজপত্র তৈরি করা এবং তার রেখে দেওয়ার
কাজও শেষ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে এসবিআই-এর তরফে।
এসবিআই-এর তরফে দাবি করা হয়েছে, গ্রাহকরা তাদের আর্থিক বাধ্যবাধকতা মেটাতে এক্সপ্রেস ক্রেডিট পার্সোনাল লোনের মাধ্যমে ন্যূনতম ডকুমেন্টেশন-সহ ঋণের দ্রুত অনুমোদন এবং সঙ্গে সঙ্গে তার
বিবরণ পেতে পারবেন।

প্রক্রিয়াকরণ চার্জ মকুব

প্রক্রিয়াকরণ চার্জ মকুব

এসবিআই-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত সব প্রক্রিয়াকরণ চার্জ ১০০ শতাংশ মকুব করা হয়েছে।

English summary
SBI is giving personal loan upto 35 lakhs who have salary account there without going to branch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X