For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ করা হতে পারে পরিষেবা! ৪০ কোটি গ্রাহককে সতর্ক করল SBI

এখন দেশের মধ্যে বেশিরভাগ আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান (pan) ও আধার (aadhaar) অবশ্যই প্রয়োজন। এই দুইয়ের সংযুক্তিও (link) আবশ্যক। কিন্তু অনেকেই নিয়মের কিছু ফাঁক দিয়ে সেই কাজটি করেন না। দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ

  • |
Google Oneindia Bengali News

এখন দেশের মধ্যে বেশিরভাগ আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান (pan) ও আধার (aadhaar) অবশ্যই প্রয়োজন। এই দুইয়ের সংযুক্তিও (link) আবশ্যক। কিন্তু অনেকেই নিয়মের কিছু ফাঁক দিয়ে সেই কাজটি করেন না। দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক এসবিআই (sbi) এব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছে। তারা বলেছে, গ্রাহকদের (customer) অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করতে হবে। না হলে তাঁদের পরিষেবা বন্ধ হয়ে যাবে।

সুযোগ ৩১ মার্চ পর্যন্ত

বিষয়টি নিয়ে টুইট করেছে এসবিআই। দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, অসুবিধা এড়াতে এবং নিরবচ্ছিন্ন পরিষেবা পেতে তাঁর যেন প্যানের সঙ্গে আধার সংযুক্ত করেন। সময় মতো প্যান ও আধার সংযোগ করলে তাঁরা অসুবিধাও এড়িয়ে যেতে পারবেন বলে জানানো হয়েছে এসবিআই-এর তরফে।

সময়সীমা বাড়ানো হয়েছে

সময়সীমা বাড়ানো হয়েছে

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন, দেশব্যাপী করোনা পরিস্থিতির কারণে প্যান ও আধারের সংযুক্তির সময়সীমা ২০২১-এর ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২০২২-এর ৩১ মার্চ করা হয়। সেই সময় এসবিআই-এর তরফে জানানো হয়েছিল, তারা গ্রাহকদের প্যান ও আধার সংযুক্তির পরামর্শ দিচ্ছে, যাতে কোনও অসুবিধা না হয় এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যায়। পাশাপাশি বলা হয়েছিল প্যানের সঙ্গে আধার সংযুক্তি বাধ্যতামূলক।

 আধার সংযুক্ত না হলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে

আধার সংযুক্ত না হলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে

এর আগে এসবিআই-এর তরফে সতর্ক করে বলা হয়েছিল, যদি প্যান ও আধার লিঙ্ক করা না থাকে তাহলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে আর লেনদেনের সময় প্যান ব্যবহার করা যাবে না।

কীভাবে প্যান ও আধার লিঙ্ক

কীভাবে প্যান ও আধার লিঙ্ক

  • প্যান ও আধার লিঙ্ক করতে গেলে প্রথমে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar
  • সেখানে গিয়ে প্যান নম্বর লেখার পাশাপাশি আধার নম্বর উল্লেখ করতে হবে।
  • আধারে যে নাম রয়েছে তা লিখতে হবে।
  • মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • এরপর যদি আধার কার্ডে শুধুমাত্র জন্মের বছর থাকে, তবে সেই মতো বাক্সে টিক দিতে হবে।
  • এসএমএস-এর মাধ্যমেও প্যান ও আধার লিঙ্ক করা যায়। সেক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ বক্সে UIDPAN লিখে স্পেশ দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর উল্লেখ করে ফের স্পেশ দিয়ে ১০ ডিজিটের প্যান নম্বর উল্লেখ করে 567678 কিংবা 56161 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

বাংলার ৮ জেলায় পজিটিভিটি রেট এখনও ৩০%-এর ওপরে! কলকাতার সঙ্গে পাল্লা বীরভূমের বাংলার ৮ জেলায় পজিটিভিটি রেট এখনও ৩০%-এর ওপরে! কলকাতার সঙ্গে পাল্লা বীরভূমের

English summary
SBI has given 40 crore customer to link their PAN with Aadhaar, if not service will be closed after 31 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X