For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো এটিএম কার্ড ব্লক করছে স্টেট ব্যাঙ্ক, আপনারটা সচল আছে তো

নিরাপত্তাজনিত কারণে পুরনো এটিএম কার্ডগুলি স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে এসবিআই, গ্রাহকরা ব্যাঙ্ক থেকে বা অনলাইনে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তাজনিত কারণে হাজার হাজার এটিএম কার্ড বাতিল করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত পুরনো কার্ডগুলি যেগুলিতে ইভিএম চিপ নেই, সেগুলিকেই ব্লক করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। কার্ড ব্লক হওয়ার আগে অবশ্য এসএমএস-এর মাধ্যমে তা গ্রাহককে জানিয়ে দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: এসবিআই-এ অ্যাকাউন্ট রাখতে লাগবে না 'মিনিমাম ব্যালান্স'][আরও পড়ুন: এসবিআই-এ অ্যাকাউন্ট রাখতে লাগবে না 'মিনিমাম ব্যালান্স']

পুরনো এটিএম কার্ড ব্লক করছে স্টেট ব্যাঙ্ক, আপনারটা সচল আছে তো

স্টেট ব্যাঙ্কের পুরনো এটিএম কার্ডগুলিতে শুধুমাত্র ম্যাগনেটিক স্ট্রিপ থাকে। এবার সেই কার্ডগুলিকেই ব্লক করার প্রক্রিয়া শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শপিংয়ের ক্ষেত্রে পুরনো কার্ড ব্যবহার করলে কোনও পাসওয়ার্ড দিতে হয় না। সেখানেই ঘটে যায় বিপত্তি। এই ধরনের কার্ড হাতিয়ে নিয়ে যে কেউ ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। সম্প্রতি বেশ কয়েকটি এই ধরনের ঘটনার পর নড়েচড়ে বসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিরাপত্তার কারণেই তাই এবার পুরনো সমস্ত কার্ড ব্লক করার প্রক্রিয়া শুরু করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অবশ্য পুরনো কার্ড ব্লক করার আগে এসএমএস-এ গ্রাহককে তা জানিয়ে দেওয়া হচ্ছে। তবে যাঁদের কার্ড এখনও অ্যাকটিভ রয়েছে তাঁরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা নিজেদের শাখায় গিয়ে ইভিএম চিপের আবেদন করতে পারেন। বিনামূল্যেই পালটে দেওয়া হবে কার্ড।

কীভাবে বুঝবেন আপনার কার্ডটি নতুন না পুরনো
এটিএম কার্ডের সামনের দিকে যদি কোনও চিপ না থাকে তাহলেই বুঝতে হবে আপনার কার্ডটি পুরনো এবং যেকোনওদিনই বাতিল হতে পারে। নতুন কার্ডের পেছনে ম্যাগনেটিক স্ট্রিপের পাশাপাশি সামনে একটি চিপও থাকে।

কীভাবে আবেদন করবেন নতুন কার্ডের জন্য
সরাসরি ব্যাঙ্কে গিয়ে আবেদন জানাতে পারেন গ্রাহকরা। সেইসঙ্গে অনলাইনেও আবেদন জানানো যেতে পারে। এরজন্য স্টেট ব্যাঙ্কের সাইট www.onlinesbi.com-এ গিয়ে e-services অপশনে যেতে হবে। সেখানেই রয়েছে ATM Card Services অপশনে। সেখান থেকেই অনলাইনে আবেদন করা যেতে পারে।

English summary
SBI started to block old ATM cards which doesn't have EVM chip, customers can get new card free of cost from bank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X