For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Salary Protection Insurance আসলে কি? কীভাবে এর লাভ মিলতে পারে? রইল খুঁটিনাটি

Salary Protection Insurance আসলে কি? কীভাবে এর লাভ মিলতে পারে? রইল খুঁটিনাটি

  • |
Google Oneindia Bengali News

Salary Protection Insurance in India : যদি আপনি বেসরকারি সংস্থায় কর্মরত হন তাহলে এই খবর আপনার জন্যে। চাকরিজীবীদের জন্য আর্থিক সুরক্ষা খুবই প্রয়োজন হয়ে থাকে। আর তা করতে Salary Protection Insurance অর্থাৎ বেতন সুরক্ষা বীমা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু কি এই বীমা? কীভাবেই বা আর্থিক সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। এই সমস্ত বিষয় নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

Term Insurance Policy

Term Insurance Policy

বলে রাখা প্রয়োজন এই Salary Protection Insurance আদৈতে একটি Term Insurance Policy। যেটি আপনাকে Regular Income Payout অফার দিয়ে থাকে। যেটিকে কিনা Protection Insurance এর বিষয়ে জানা যায় বলে জানা যায়। এই বীমাতে পলিসি হোল্ডার নানা ভাবে উপকৃত হয়ে থাকে। শুধু তাই নয়, পলিসি হোল্ডারের মৃত্যুর পর নমিনিও একেবারে সুনিশ্চিওত রাশি পাবে বলেও পলিসিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।

আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দীর্ঘ দু বছর ধরে চাকরি প্রার্থীদের নানারকম চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেতন নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বেশির ভাগ বেসরকারী সংস্থা একাধিক কর্মীর বেতন এক ধাক্কায় কমিয়ে অর্ধেক করে দেয়। আর এই অবস্থার পরেই একাধিক জীবন বীমা সংস্থাগুলি আয় সুরক্ষা বীমা পরিকল্পনা অফার করে। বিশেষ করে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের কথা ভেবেই এই বীমা পরিকল্পনা নিয়ে আসা হয়।

এতে কি সুবিধা পাওয়া যাবে-

এতে কি সুবিধা পাওয়া যাবে-

আপনি আপনার মেয়াদী বীমা পলিসিতে মোট (Term Insurance Policy) নিশ্চিত পরিমাণ পেতে চান। সুতরাং প্রথম উপায় হল নিয়মিত আয় এবং দ্বিতীয়টি হল একক টাকা। এই ধরনের লোকেরা বিনিয়োগ-বুদ্ধিমান নয়, তারা নিয়মিত আয় প্রদানের বিকল্পের সাথে মেয়াদী পলিসি বেছে নিতে পারেন।

এই বিষয়গুলি মাথায় রাখতে হবে-

এই বিষয়গুলি মাথায় রাখতে হবে-

যখনই আপনি Salary Protection Insurance নেবেন সেই সময়ে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনি মাসিক রোজগার সিলেক্ট করতে হবে। যেটি আপনি আপনার পরিবারকে দিতে চান। যা আপনার বর্তমান রোজগারের থেকে কম কিংবা একই হতে পারে বলে জানানো হয়েছে। আপনাকে 15 বছর বা 20 বছরের মতো প্রিমিয়াম পরিশোধের মেয়াদ বেছে নিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে যে কোনও বীমা সনবগস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এক নজরে পলিসি-

এক নজরে পলিসি-

উদাহরণস্বরূপ, বীমাকারী আপনাকে এই আয়ের 6% বার্ষিক বৃদ্ধি দেয়। অর্থাৎ প্রতি বছর, মাসিক পরিমাণ হবে আগের বছরের মাসিক আয়ের 106%। পলিসি কেনার সময় আপনি 50,000 টাকার মাসিক আয় বেছে নিতে পারেন। পলিসির দ্বিতীয় বছরে এই মাসিক আয় বেড়ে দাঁড়াবে 53,000 টাকা। এবং তার পরের বছর তা হবে 56,180 টাকা। ধরে নেওয়া যাক, পঞ্চম বছরের শুরুতে পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে নমিনিতে থাকা ব্যক্তি 7.6 লাখ টাকা পাবেন। এছাড়াও আপনি 63,124 টাকা বর্ধিত মাসিক আয় পাবেন।

English summary
Salary Protection Insurance: know about the scheme and its benefits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X