For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: আশায় বেতনভোগীরা! বর্তমানে চালু ও পুরনো আয়কর স্ল্যাব একনজরে

প্রত্যেক বাজেটের আগে বেতনভুক কর্মীরা বাজেটে কর ছাড়ের আশা করে থাকেন। কিন্তু গত আটবছরে করের হারের কোনও পরিবর্তন হয়নি। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২০-তে বাজেট পেশের সময় ঐচ্ছিক ব্যবস্থা চালু করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

সাধারণভাবে প্রত্যেক বাজেটে চাকুরিজীবীরা অপেক্ষায় থাকেন, যদি স্ল্যাব পরিবর্তনে রেহাই পাওয়া যায়। তবে যে বছরে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই ২০১৪-তে কর ছাড়ের সীমা শেষবার সংশোধিত হয়েছিল। এর পর থেকে আয়কর স্ল্যাবের কোনও পরিবর্তন হয়নি। শেষ আর্থিক বছর অর্থাৎ ২০২২-২৩-তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এব্যাপারে কিছুই বলেননি। তবে ২০২০-র বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন কর ব্যবস্থা চালু করেছিলেন, যা ছিল ঐচ্ছিক।

 ট্যাক্সের জন্য নতুন স্ল্যাব

ট্যাক্সের জন্য নতুন স্ল্যাব

  • ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কর মুক্ত করে দেওয়া হয়।
  • ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পুরনো ও নতুন উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ করের কথা বলা হয়েছিল
  • ব্যক্তিগত আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় ১০ শতাংশ করের কথা বলা হয়েছিল
  • ৭,৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় ১৫ শতাংশ করের কথা বলা হয়েছিল
১০ লক্ষের ওপরে তিনটি স্ল্যাব

১০ লক্ষের ওপরে তিনটি স্ল্যাব

  • ব্যক্তিগত আয় ১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় করের হার ২০ শতাংশ।
  • ১২.৫ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় কর ২৫ শতাংশ
  • ১৫ লক্ষ টাকার ওপরে আয়ের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় কর ৩০ শতাংশ
 পুরনো ট্যাক্স স্ল্যাবে কী ছিল

পুরনো ট্যাক্স স্ল্যাবে কী ছিল

  • ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর ছিল না
  • ২.৫ থেকে ৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে পুরনো ও নতুন উভয় ক্ষেত্রে কর ৫ শতাংশ
  • ব্যক্তিগত আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে হলে পুরনো ব্যবস্থায় কর ১৫ শতাংশ
  • আয় ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হওয়ার ক্ষেত্রে পুরনো ব্যবস্থায় কর ২০ শতাংশ
  • পুরনো ব্যবস্থায় ১০ লক্ষের ওপরে আয়ের ক্ষেত্রে কর ৩০ শতাংশ
 সংসদে বাজেট পেশ বেলা ১১ টায়

সংসদে বাজেট পেশ বেলা ১১ টায়

বুধবার ১ ফেব্রুয়ারি, বেলা ১১ টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন। চাকুরিজীবীরা আশা করছেন স্ট্যান্ডার্ড ডিকাকশন বাড়ানো হবে। ৮০সি ধারার কর ছাড়ের পরিমাণ বাড়ানোর আশাও তাঁরা করছেন। এখন অপেক্ষা কয়েক ঘন্টার।

English summary
Salaried people are hoping on Tax rebate in Union Bidget 2023, Current and Old Income Tax Slabs at a Glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X