For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bank Locker Rules: এখনও locker agreement করেননি? মাসের শুরুতেই বদলে যাচ্ছে লকার নিয়ম

নয়া নিয়ম নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) । আগামী নতুন বছর অর্থাৎ ( 1st jan) ১লা জানুয়ারি থেকেই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। RBI -এর নয়া নিয়ম অনুসারে এবার থেকে ব্যাঙ্ক লকারের ক্ষেত্রে নিজে থেক

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্কের লকারের (Bank Locker) ক্ষেত্রে নয়া নিয়ম নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) । আগামী নতুন বছর অর্থাৎ ( 1st jan) ১লা জানুয়ারি থেকেই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। RBI -এর নয়া নিয়ম অনুসারে এবার থেকে ব্যাঙ্ক লকারের ক্ষেত্রে নিজে থেকে নয়া কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।

নতুন নিয়ম অনুযায়ী, এখন ব্যাংকের দোষে গ্রাহকের পণ্যের কোনও ক্ষতি হলে ব্যাংকেই ক্ষতিপূরণ দিতে হবে।

ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে হবে চুক্তি

ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে হবে চুক্তি

অনেক ক্ষেত্রেই লকার নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের উপর নিজস্ব কিছু শর্ত চাপায়। কখনও বলা হয় মোটা ফিক্সড ডিপোজিট করতে হবে তো নয় ইনস্যুরেন্স নিতে হবে। তাতে গ্রাহকদের সমস্যা বাড়ে। এই অবস্থায় আগামী ১লা জানুয়ারি থেকে লকার সংক্রান্ত নয়া নিয়ম কার্যকর হয়ে যাবে। তবে প্রথমেই গ্রাহককে ব্যাঙ্কের সঙ্গে একটা locker agreement-এ স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক যেমন SBI, PNB গ্রাহকদের নয়া এই locker agreement- করতে বলছে। আর তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই করার কথা বলা হচ্ছে। নতুন করে লকার সংক্রান্ত রিনিউ হবে ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত ভাবে নীচে আলোচনা করা হল।

নতুন নিয়ম এক নজরে-

নতুন নিয়ম এক নজরে-

RBI-এর তরফে জারি করা নয়া নিয়ম অনুসারে যদি কোনও গ্রাহকের জিনিস ব্যাঙ্কের জন্যে ক্ষতিগ্রস্থ কিংবা লোকসান হয়। তাহলে ব্যাঙ্ক শর্তে কথা বলে দায় এড়াতে আর পারবে না। গ্রাহকের ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাংককেই।

একবারে ব্যাঙ্কগুলি গ্রাহকের থেকে তিনবছরের লকারের ভাড়া নিতে পারবে। এর থেকে বেশি আর ভাড়া নেওয়া যাবে না। স্পষ্ট RBI-এর নয়া নিয়মে। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম অনুসারে ব্যাঙ্ক গুলিকে খালি লকারের তালিকা এবং ওয়েটিং লিস্ট গ্রাহককে দেখাতে হবে। এছাড়াও যেখানে লকার ব্যাঙ্ক রাখবে সেখানে যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা আছে তা নিশ্চিত করতে হবে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের নইয়া নিয়ম অনুযায়ী, অন্যায্য শর্ত অন্তর্ভুক্ত করতে পারবে না আর ব্যাঙ্ক। গ্রাহকের ক্ষতির ক্ষেত্রে ব্যাঙ্ক সহজেই কারণটি থেকে বেরিয়ে যেতে না পারে।

কোন ক্ষেত্রে ব্যাঙ্ক দায় নেবে না

কোন ক্ষেত্রে ব্যাঙ্ক দায় নেবে না

RBI- লকার সংক্রান্ত নিয়ম বিস্তারিত ভাবে জানিয়েছে। কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক দায় নেবে না। আর তা উল্লেখ করতে বলা হচ্ছে, হঠাত ভূমিকম্প, ঝড়, ভূমিধ্বসের মতো কোনও যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাহলে ব্যাঙ্ক দায়িত্ব নেবে না। অন্যদিকে গ্রাহকের কারণেই যদি লকার কিংবা লকারে থাকা জিনিসের ক্ষতি হয় তাহলেও ব্যাঙ্ক কোনও ভাবে দায়িত্ব নেবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন করে চুক্তি না হলে এখনই ব্যাঙ্কে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

লকার হোল্ডারের মৃত্যু হলে কি হবে?

লকার হোল্ডারের মৃত্যু হলে কি হবে?

লকার হোল্ডারের হঠাত যদি মৃত্যু হয় তাহলে তাঁর নমিনিকে লকার দেওয়ার সুযোগ থাকে। লকার হোল্ডার যদি মৃত্যুর আগে নমিনির নাম বলে গিয়ে থাকেন তাহলে মৃত্যুর পর ব্যাঙ্ক প্রথমে ডেথ সার্টিফিকেট চাইবে। এরপর নমিনির পরিচয় নিশ্চিত করে সেই লকারের দায়িত্ব হস্তান্তর করবে।

English summary
Rules for locker to be changed from 1st January, what is the rule for locker holder's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X