For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার টিকিটে 'অন্য ব্যক্তি' ' ট্রেনে ভ্রমণ করতে পারবেন, একনজরে উপায়

আপনার টিকিটে 'অন্য ব্যক্তি' ' ট্রেনে ভ্রমণ করতে পারবেন, একনজরে উপায়

  • |
Google Oneindia Bengali News

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে (Indian Railways) যাতায়াত করেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এক্ষেত্রে অনেকে টিকিট (ticket) রিজার্ভেশন করিয়েও কাজে আটকে পড়ায় ভ্রমণ করতে পারেন না। তবে ভ্রমণ না করতে পারা ব্যক্তি পরিবারের কারও কাছে কিংবা অন্য কাউকে টিকিট হস্তান্তর করতে পারেন। তবে এর জন্য বিশেষ কিছু নিয়ম মানতে হবে।

রেল যাত্রীদের জন্য সুবিধা

রেল যাত্রীদের জন্য সুবিধা

অনেক যাত্রীই রেলের টিকিট বুক করার পরে সমস্যার কারণে ট্রেনে ভ্রমণ করতে পারেন না। এই পরিস্থিতিতে তাদের টিকিট বাতিল করতে হয় কিংবা তাদের জায়গায় অন্য কাউকে পাঠাতে হয়, সেই ব্যক্তির জন্য নতুন টিকিট নিতে হয়। কিন্তু সেই সময় কনফার্ম টিকিট পাওয়া কঠিন। সেক্ষেত্রে
যাত্রীদের বিশেষ সুবিধা দিয়েছে ভারতীয় রেল। এই সুবিধা দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু এব্যাপারে মানুষ খুবই কম জানে। তবে রেলের এই সুবিধা নেওয়া যেতে পারে।

পরিবারের সদস্যদের টিকিট হস্তান্তর

পরিবারের সদস্যদের টিকিট হস্তান্তর

একজন যাত্রী তাঁর পরিবারের অন্য কোনও সদস্য যেমন বাবা-মা-ভাই-বোন-ছেলে-মেয়ে-স্বামী-স্ত্রী নামে তাঁর কনফার্ম টিকিট হস্তান্তর করতে পারেন। এরজন্য ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে যাত্রীকে অনুরোধ জানাতে হবে। সেক্ষেত্রে যাঁর নামে টিকিট কাটা ছিল, তাঁর নাম কেটে, যে সদস্যের নামে টিকিট হস্তান্তর করা হয়েছে, তার নাম দেওয়া হয়।

যাত্রী যদি কোনও সরকারি কর্মী হন, তবে তিনি ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে অনুরোধ জানাতে পারবেন। ওই টিকিটটি যাঁর জন্য অনুরোধ করা হয়েছে, তাঁর নামে হস্তান্তর করা যাবে। অন্যদিকে কোনও বিয়েবাড়ির আমন্ত্রণের ক্ষেত্রে এই পরিস্থিতি দেখা দিলে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে প্রয়োজনীয় কাগজপত্র-সহ আবেদন করতে হবে। এই সুবিধা অনলাইনে পাওয়া যায়। এনসিসি
ক্যাডেটরা এই সুবিধা পেয়ে থাকেন।

মাত্র একবার সুযোগ

মাত্র একবার সুযোগ

ভারতীয় রেল বলেছে, এই টিকিট হস্তান্তর শুধুমাত্র একবার করা যেতে পারে। অর্থাৎ যাত্রী যদি তাঁর টিকিট একবার অন্য ব্যক্তিকে হস্তান্তর করে থাকেন, তবে তিনি তা আর পরিবর্তন করতে পারবেন না।

একজনের টিকিট অন্যজনকে হস্তান্তর

একজনের টিকিট অন্যজনকে হস্তান্তর

টিকিটের একটি প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। যাঁর নামে টিকিট ট্রান্সফার করতে হবে, তাঁর আইডি প্রুফ যেমন আধার কিংবা ভোটার আইডি নিয়ে য়েতে হবে। কাউন্টারে টিকিট হস্তান্তরের জন্য আবেদন করতে হবে।

টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম

English summary
Rules and regulations pf One person can travel with another person's ticket in Indian Railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X