বছর শেষে ফান্ড ট্রান্সফারের এই সুবিধা ২৪ ঘন্টার জন্য! ব্যাঙ্কের লেনদেনে এই সিস্টেমের সুবিধাগুলি
বছর শেষে আরটিজিএস-এর (rtgs) সুবিধা পাওয়া যাবে ২৪ ঘন্টা। এমনটাই জানিয়েছেন আরবিআই(rbi) গভর্নর শশীকান্ত দাস। আরটিজিএস হল রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ডিসেম্বর ২০২০ থেকে এই সুবিধা ২৪ ঘন্টাই পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এখন এই সুবিধা সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টার মধ্যে পাওয়া যায়। কিন্তু এই সুবিধা ২৪ ঘন্টা হলে অনলাইন ফান্ড ট্রান্সফারে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ভয়াবহ সংঘর্ষ! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ২ জঙ্গি

ডিসেম্বর থেকে ২৪ ঘন্টাই আরটিজিএস-এর সুবিধা
শুক্রবার এক ঘোষণায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত জানিয়েছেন, এই ডিসেম্বর থেকে আরটিজিএস-এর সুবিধা সপ্তাহের সাত দিন, ২৪ ঘন্টাই পাওয়া যাবে।

ডিসেম্বর থেকে সমস্যার সমাধান
২৪ ঘন্টা আরটিজিএস-এর সুবিধা না থাকায় সমস্যা বাড়ছিল সাধারণ গ্রাহকদের। ডিসেম্বর থেকে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বিভিন্ন ব্যাঙ্ক এব্যাপারে তাদের সুবিধা মতো সময় নির্ধারণ করতে পারে।

আরটিজিএস কী?
আরটিজিএস হল ফান্ড ট্রান্সফারের জন্য নিরাপদ ও সুরক্ষিত সিস্টেম। যা আগে থেকেই চালু রয়েছে। এই সিস্টেমে ফান্ডের কোনও নির্দিষ্ট পরিমাণ নেই। এই প্রক্রিয়ায় ফান্ড ট্রান্সফার রিজার্ভ ব্যাঙ্কের খাতায় স্থান পায়। ফলে এই প্রক্রিয়ায় পেমেন্ট চূড়ান্ত এবং অকাট্য।

বড় লেনদেনের সুরক্ষিত মাধ্যম আরটিজিএস
বড় লেনদেনের সুরক্ষিত মাধ্যম হিসেবে আরটিজিএস ব্যবহৃত হয়। আরটিজিএস-এর মাধ্যমে ন্যুনতম ২ লক্ষ পাঠানো যায়। সর্বোচ্চ কোনও সীমারেখা নেই।

এনইএফটির সঙ্গে আরটিজিএস-এর তুলনা
এনইএফটি হল একটি বৈদ্যুতিন ফান্ড ট্রান্সফার ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে যা হয়ে থাকে। অন্যদিকে আরটিজিএস-এ ফান্ড ট্রান্সফার পদ্ধতি অবিচ্ছিন্নভাবে হয়ে থাকে।