ফের ধামাকা জিও-র! মাত্র ৫০১ টাকা মিলবে নতুন জিও ফোন, জেনে নিন বিস্তারিত
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় জিও গ্রাহকদের জন্য নতুন ঘোষণা চেয়ারম্যান মুকেশ অম্বানির। বাজারে আসছে জিও ফোন টু। যার মূল্য হবে ২,৯৯৯ টাকা। তবে পুরনো ফিচার ফোন বদলের ক্ষেত্রে এই ফোন পাওয়া যাবে মাত্র ৫০১ টাকা।

১৫ অগাস্ট থেকে পাওয়া যাবে এই অফার। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ অস্বানি বলেন, সাধারণ ভারতবাসীর জন্য বিশেষ একটি অফার আসছে। জিও ফোন টু পাওয়া যাবে ২,৯৯৯ টাকায়।
নতুন একটি জিও ফোন স্কিমের কথাও ঘোষণা করেন তিনি। যার নাম দেওয়া হয়েছে জিও ফোন মনসুন হাঙ্গামা। যে স্কিমে পুরনো ফিচার ফোনটি বদলে নেওয়া যাবে নতুন জিও ফোনের সঙ্গে। যার জন্য দিতে হবে ৫০১ টাকা।
১৫ অগাস্ট থেকে জিও ফোনে ইউ টিউব, হোয়াটস অ্যাপ, ফেসবুক পাওয়া যাবে।
একনজরে দেখে নেওয়া যাক জিও ফোন টু-এর বৈশিষ্ট্যগুলি
জিও ফোনের উন্নততর ভার্সান হল জিও ফোন টু। যাতে থাকবে কিউয়ার্টি কিপ্যাড, দুটি সিমকার্ড রাখার ব্যবস্থা এবং ভোল্টি। ফোন চলবে কাইওস অপারেটিং সিস্টেমে।
স্মার্ট ফিচার ফোনটি পাওয়া যাবে ৫১২ এবি র্যাম এবং ৪ জিবি র্যাম-এ। জিও ফোন টু-তে বেসিক ২ এমপি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য সামনেও ক্যামেরা থাকছে বলে জানা গিয়েছে।