For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে আরবিআই!

২০০ টাকার নোট এবার বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই সংক্রান্ত প্রস্তাবে ইতিমধ্যে সাড়া দিয়ে দিয়েছে আরবিআই। এই প্রক্রিয়ায় সঙ্গে জড়িত দুই আধিকারিক অসমর্থিত সূত্রে একথা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ এপ্রিল : ৫০০ ও ২ হাজারের পর এবার ২০০ টাকার নোট এবার বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই সংক্রান্ত প্রস্তাবে ইতিমধ্যে সাড়া দিয়ে দিয়েছে আরবিআই। এই প্রক্রিয়ায় সঙ্গে জড়িত দুই আধিকারিক অসমর্থিত সূত্রে একথা জানিয়েছেন।

জানা গিয়েছে, গত মার্চে আরবিআইয়ের বোর্ড মিটিংয়েই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর বেশি আর কিছু তারা বলতে চাননি। এমনকী নিজেদের নামও গোপন রেখেছেন এই দুই কর্মচারী।

২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে আরবিআই!

অসমর্থিত সূত্রের খবর, আগামী জুন মাসের পরে ২০০ টাকার নতুন নোট ছাপার কাজ শুরু করবে আরবিআই। সরকারিভাবে কেন্দ্র নতুন নোটে সিলমোহর দিলেই তা ছাপার কাজ শুরু হবে।

এই মুহূর্তে বাজারে ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট রয়েছে। নতুন ২০০ টাকার নোট বেরলে ১০০, ৫০০ ও ২ হাজারের নোটে সমতা ফিরবে বলে মনে করা হচ্ছে।

গতবছরের নভেম্বরে পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করেছে সরকার। তারপরে ফের নতুন আকারে ৫০০ ও ২ হাজার টাকার নোট বাজারে আনা হয়েছে। সেই ঘটনার আগেও কেউ ঘুণাক্ষরে জানতে পারেননি কী হতে চলেছে। এবারও সেরকম কিছু হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।

English summary
Reserve Bank of India clears proposal to introduce Rs. 200 notes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X