For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও মোবাইলও গড়ল এক অনন্য রেকর্ড, পুজোর আগেই হাতে গরম গরম জিও ফোন

আরও এক রেকর্ডের পালক জিও-র মুকুটে। এবার একদিনেই ৬ মিলিয়ন ফোন বুকিং-এর রেকর্ড গড়ল রিলায়েন্স জিও।

Google Oneindia Bengali News

সরকারিভাবে জিও বাজারে আসার বর্ষপূর্তি আর দু'দিন পরেই। কিন্তু তার আগেই এই অনন্য রেকর্ড গড়ল রিলায়েন্স জিও। ফোর জি মোবাইল পরিষেবার পর যে ভোলটিই ফোন বাজারে আনা হচ্ছে তা মাস খানেক আগেই ঘোষণা করেছিল রিলায়েন্স। অত্যন্ত স্বল্পমূল্যের উচ্চ-প্রযুক্তির ক্ষমতাসম্পন্ন এই মোবাইল ফোন নিয়ে ইতিমধ্যেই বাজারে হইচই পড়ে গিয়েছে। চলছ দেদার বুকিং। আর এই বুকিং-ই দেখিয়ে দিচ্ছে জিও-র ফ্যান বেসটাকে। এক বছর আগে যখন জিও বাজারে এসেছিল তখন তাকে ঘিরে তুমুল উন্মাদনা শুরু হয়েছিল। একের পর এক ফ্রি অফারে সেই উন্মাদনাকে জিও এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে প্রতিযোগী সংস্থাগুলিও মোবাইল পরিষেবার দাম কমাতে বাধ্য হয়েছে। এবার জিও ফোন-কে নিয়ে তৈরি হয়েছে একই রকম উন্মাদনা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জিও ফোন-এর বুকিং রেজিস্ট্রেশন একদিনেই ৬ মিলিয়ন পার করে গিয়েছে। মাস খানেক আগে মুকেশ অম্বানী জিও ফোনকে বাজারে নিয়ে আসার ঘোষণায় জানিয়েছিলেন যে সপ্তাহে ৫ মিলিয়ন বুকিং রেজিস্ট্রেশনের লক্ষমাত্রা স্থীর করা হয়েছে।

জিও মোবাইলও গড়ল এক অনন্য রেকর্ড, পুজোর আগেই হাতে গরম গরম জিও ফোন

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিলায়েন্স সংস্থা সূত্রে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর অর্থাৎ নবরাত্রির দিনেই জিও ফোন বিলি শুরু হচ্ছে। এর মানে পুজোর আগেই হাতে এসে যাচ্ছে গরমা-গরম জিও ফোন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, রিলায়েন্স সংস্থা সূত্রে খবর- 'কিপ মি পোস্টেড' নামে সংস্থার সাইটের মাধ্যমে আরও ১০ মিলিয়ন জিও ফোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। মুকেশ অম্বানী জানিয়েছিলেন, প্রথম বছরে জিও ফোনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১০০ মিলিয়ন। দ্বিতীয় বছরেও এই লক্ষ্যমাত্রা ১০০ মিলিয়ন। সবমিলিয়ে দুই বছরে ২০০ মিলিয়ন ফোন বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে রিলায়েন্স জিও।

ফোর জি- ভোলটই জিও ফোনে থাকছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। থাকছে ১.২ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর। থাকছে ৫১২ এমবি-র র‌্যাম। কাই ওএস-এর অপারেটিং সিস্টেম। ৪জিবির ইন্টারনাল মেমরি, ১২৮জিবি পর্যন্ত মাইক্রো এসডি-র সংযোগের সুবিধা। ওয়াই-ফাই সুবিধা থেকে ২০০০ এমএএইচ ব্যাটারি এবং ডিজিটাল লেনদেনের জন্য এনএফসি পেমেন্টের ব্যবস্থা থাকছে এই ফোনে। এছাড়াও ২২টি ভাষার ব্যবস্থা থাকছে জিও-ফোনে। কিছু অপশনে মিলবে ভয়েস কন্ট্রোল-এর সুবিধা। ফোনের সঙ্গে টিভি-কে সংযোগেরও ব্যবস্থা থাকছে। ফোনের মধ্যে যথারীতি রাখা হচ্ছে জিও সিনেমা, জিও মিউজিক, জিও টিভি এবং জিও এক্সপ্রেস নিউজ এবং বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

English summary
Mukseh Ambani stated they are targetting 5 million JIO phone booking in a week, but one day booking has crossed 6 million.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X