For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোর্বসের দশজন ভারতীয় ধনকুবেরদের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি

Google Oneindia Bengali News

আবারও বিশ্বের ১০ জন ধনকুবেরদের মধ্যে এগিয়ে থাকলেন রিল্যায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। ফোর্বসের ১০ জন ভারতীয় ধনকুবেরদের তালিকায় রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি রয়েছেন। মুকেশ আম্বানির পরেই রয়েছেন আদানি সংস্থার প্রধান গৌতম আদানি, এরপরই তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান শিব নাদার।

ভারতে এগিয়ে আম্বানি

ভারতে এগিয়ে আম্বানি

ফোর্বসের ২০২২ সালের তালিকায় শীর্ষ তিনের এই নাম গত বছর থেকে অপরিবর্তিত রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯০.‌৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের আর্থিক বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। মোট সম্পত্তির দিক থেকে বিচার করলে ভারতের মুকেশ আম্বানি এশিয়ার ধনীতম ব্যক্তি এবং বিশ্বের দশম স্থানে রয়েছেন তিনি। ফোর্বসের তালিকায় আম্বানির পেছনেই রয়েছেন আদানি, যিনি এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

চতুর্থ স্থানে সাইরাস পুনাওয়ালা

চতুর্থ স্থানে সাইরাস পুনাওয়ালা

ভারতের ভ্যাকসিন পায়োনিয়ার সাইরাস পুনাওয়ালা, যিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (‌এসআইআই) প্রতিষ্ঠাতা ফোর্বসের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪.‌৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রসঙ্গত, এই দেশজুড়ে টিকাকরণের জন্য ভ্যাকসিন নির্মাণ ও সরবরাহ করে গিয়েছে এই এসআইআই। ‌ডি-মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানি, যিনি গত বছরই একশো ধনকুবেরদের তালিকায় প্রবেশ করেছেন, তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার।

কোন স্থানে কারা রয়েছেন

কোন স্থানে কারা রয়েছেন

আর্সেলর মিত্তল এক্সিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭.‌৯ বিলিয়ন মার্কিন ডলার, তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন। এরপর সপ্তম স্থানে রয়েছেন ওপি জিন্দল গ্রুপের সাবিত্রী জিন্দল, আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান কুমার বিড়লা অষ্টম স্থানে, নবম স্থানে রয়েছে সান ফার্মাসিউটিক্যালের প্রধান দিলীপ সাঙ্ঘভি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের এমডি উদয় কোটাক রয়েছেন দশম স্থানে।

ধনকুবেরের সংখ্যা বেড়েছে

ধনকুবেরের সংখ্যা বেড়েছে

ফোর্বসের রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধনকুবেরদের সংখ্যা গত বছর ১৪০ থেকে বেড়ে রেকর্ড সর্বোচ্চ ১৬৬-এ পৌঁছেছে। গত আর্থিক বছরে দেখা গিয়েছে, যেখানে ৬০টিরও বেশি সংস্থা সমষ্টিগতভাবে প্রায় ১৫.‌৬ বিলিয়ন মার্কিন ডলার।

English summary
Reliance chief Mukesh Ambani India's top richest on the Forbes list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X